গত ফুটবল মরশুমে সকলকে পিছনে ফেলে মোহনবাগান (Mohun Bagan SG) আইএসএল চ্যাম্পিয়ন হলেও একজন দক্ষ স্ট্রাইকারের অভাবে বুঝে ছিল গোটা মরশুম। হুগো বুমোস থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলার দলে থাকলেও তাদের কেউ একজন দক্ষ স্ট্রাইকার ছিলেন না। সেকারনে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল মেরিনার্সদের। সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নতুন ফুটবল মরশুম শুরু করার আগে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে দলে টানে মোহনবাগান। যা নিঃসন্দেহে বড়সড় চমক।
এছাড়াও দলে এসেছেন আলবেনিয়ার তারকা ফরোয়ার্ড আর্মান্দো সাদিকুর মতো ফুটবলার। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে। তবে এখানেই শেষ নয়। মেরিনার্সদের জন্য অপেক্ষা করছিল আরও বড় চমক। যা প্রকাশ পেল আজ।
Presenting the new Mohun Bagan Super Giant home kit! 💚♥️
Dr Sanjiv Goenka – "The jersey serves as a unifying symbol, fostering a strong bond between the players and the passionate supporters who are a part of the Mohun Bagan Super Giant family. Together we will continue this… pic.twitter.com/6sj7yZtWg0
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 25, 2023
আসলে পূর্ব ঘোষণা অনুসারে আজ বেলার দিকে কলকাতার আর পিএসজি অফিস থেকে উন্মোচিত হওয়ার কথা ছিল মোহনবাগান দলের নতুন জার্সির। অবশেষে সেটাই হল এবার। উল্লেখিত সময়ে দলের কর্নধার তথা সঞ্জীব গোয়েঙ্কার পাশাপাশি দুই তারকা ফুটবলারের উপস্থিতিতে সকলের সামনে আনা হল দলের নতুন জার্সি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিদেশি তারকা তথা অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও দেশীয় তারকা তথা অনুরুদ্ধ থাপা। দলের কর্নধারের পাশাপাশি দুই ফুটবলারের উপস্থিতিতে আজ উন্মোচিত হল নতুন জার্সি। যা দেখে খুশি সকলেই।
এই প্রসঙ্গে আজ সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “আমাদের দলের এই জার্সিটি এক ঐক্যবদ্ধের নিদর্শন। মোহনবাগান সুপারজায়ান্টস দলের খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। সেটাই করা হয়েছে। আমরা একসাথে দলকে সেরার সেরা করে তুলবো।”
উল্লেখ্য, গত কয়েকমাস আগেই দলের নতুন জার্সি ডিজাইন করার জন্য বিশেষ প্রস্তাব দেওয়া হয়েছিল সমর্থকদের কাছে। বলা হয়েছিল, তাদের পছন্দের মধ্যে থেকেই একটি জার্সি বেছে নিয়ে সেটি চূড়ান্ত করা হবে। যেটি গাঁয়ে দিয়ে গোটা মরশুম দাপিয়ে খেলবে বাগান ফুটবলাররা। অবশেষে সেখান থেকেই বেছে নেওয়া হল একটি ডিজাইন। যা দেখে খুশি আপামর বাগান জনতা।