Manipur Violence: সংঘর্ষে রক্তাক্ত মণিপুরে খাবার পৌঁছে দিল রেল

বিজেপি শাসিত মণিপুর জাতিগত সংঘর্ষে রক্তাক্ত। নতুন করে সংঘর্ষ চলেছে বিভিন্ন এলাকায়। বহু এলাকা বিচ্ছিন্ন। খাদ্য ও অত্যাবশ্যকীয় পণ্য সংকট চলছে উত্তর পূর্বের এই রাজ্যে।…

বিজেপি শাসিত মণিপুর জাতিগত সংঘর্ষে রক্তাক্ত। নতুন করে সংঘর্ষ চলেছে বিভিন্ন এলাকায়। বহু এলাকা বিচ্ছিন্ন। খাদ্য ও অত্যাবশ্যকীয় পণ্য সংকট চলছে উত্তর পূর্বের এই রাজ্যে। এমন পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। জানা যাচ্ছে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে এবং মণিপুর সরকারের সহযোগিতায় মণিপুরের খংসাং স্টেশনে এসেন্সিয়াল গুডস অর্থাৎ অত্যাবশকীয় পণ্য ও অন্যান্য খাদ্য দ্রব্য বহনকারী একটি মালবাহী ট্রেন চালানো হয়েছে। আগেই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মণিপুরকে অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

জানা গিয়েছে, মালবাহী ট্রেনটিতে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি থেকে ২ ওয়াগন আলু, আজারা থেকে ৩ ওয়াগন চিনি, নিউ গুয়াহাটি থেকে ওয়াগন এফএমসিজি সামগ্রী লোড করা হয়৷ খংসাং স্টেশনে সামগ্রীগুলো গ্রহণ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং , অন্যন্য মন্ত্রীরা এবং রাজ্য সরকারের অন্যন্য আধিকারিকরা। তবে বীরেন সিংয়ের নেতৃত্বে চলা রাজ্য সরকারের প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিংসা উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে।

মণিপুরের বিতর্কিত ভিডিও-তে (Manipur Violence) দেখা যায় জাতিগত সংঘর্ষের রেশ ধরে বিজেপি শাসিত রাজ্যে দুই কুকি আদিবাসী মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়। এই মুহূর্ত বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে ঠেলে দিয়েছে কেন্দ্রের মোদী সরকারকে।

গত ৩ মে মণিপুরে জাতিগত হিংসা শুরু হওয়ার পর থেকে ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মেইতেই গোষ্ঠি তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে আন্দোলন শুরু করেছিল। তাদের অবস্থানের প্রতিবাদে কুকি গোষ্ঠি সামিল হয়। গত ৪ মে বুধবার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে মণিপুরে দুই মহিলাকে কয়েকজন পুরুষ নগ্ন করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে।