Transfer Window: পঞ্জাব এফসিতে বিশালদেহী সার্বিয়ান ডিফেন্ডার!

বুদ্ধি করে দল (Transfer Window) গুছিয়ে নিচ্ছে পাঞ্জাব এফসি (Punjab FC)। ইন্ডিয়ান সুপার লীগের অন্যান্য ক্লাবের থেকে অর্থ বল হয়তো কিছুটা কম।

Punjab FC Secures Serbian Defender Filip Ivanovic in Transfer Window

বুদ্ধি করে দল (Transfer Window) গুছিয়ে নিচ্ছে পাঞ্জাব এফসি (Punjab FC)। ইন্ডিয়ান সুপার লীগের অন্যান্য ক্লাবের থেকে অর্থ বল হয়তো কিছুটা কম। তাই টুর্নামেন্টের বাকি দলগুলোর সঙ্গে পাল্লা দিতে পাঞ্জাব এফসি কাজে লাগাচ্ছে ফুটবল মস্তিষ্ক। ইতিমধ্যে একাধিক ফুটবলারকে নিশ্চিত করেছে ক্লাব। আসতে পারেন নতুন বিদেশি ফুটবলার।

গত মরসুমের আই লীগ সেরা হয়েছিল রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি। সেই অনুযায়ী ইন্ডিয়ান সুপার লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাব। কিছু দিন আগে নতুন লোগো এবং নাম প্রকাশ করেছিল ক্লাব। রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি থেকে পাঞ্জাব এফসি। ট্রান্সফার মার্কেট থেকে ইতিমধ্যে একাধিক তরুণ ভারতীয় ফুটবলারকে দলে নিয়েছে পাঞ্জাবের এই দল। পুরনো স্কোয়াডের কয়েকজনকে ধরে রাখা হয়েছে। ইন্ডিয়ান সুপার লীগের দলগুলোর বাজেট বেশি। সেখানে হেভিওয়েট ফুটবলারদের ভিড়। শুধু তারণ্য দিয়ে যে এঁটে ওঠা যাবে না সেটা জানেন পাঞ্জাব এফসির কর্তারা। তাই অভিজ্ঞ ফুটবলার নিয়ে আসার ব্যাপারে রয়েছে সজাগ দৃষ্টি।

  আরও পড়ুন: East Bengal: ময়দানকে চমকে মধ্যরাতে শহরে আসছেন লাল-হলুদের দুই তারকা

সব ঠিক থাকলে ইন্ডিয়ান সুপার লীগে খেলতে দেখা যাবে Filip Ivanovic-কে। সার্বিয়ার এই ফুটবলার এর আগে ভারতে খেলেননি। বয়স তিরিশের বেশি, উচ্চতায় ৬ ফুটের ওপরে। বয়স একটু বেশি মনে হলেও নিয়মিত খেলার মধ্যে রয়েছেন। গত মরসুমেও চুটিয়ে খেলেছেন ম্যাচ। সার্বিয়ার প্রথম শ্রেণীর টুর্নামেন্টে ধারাবাহিকভাবে খেলেছেন ফিলিপ। খেলেন মূলত সেন্ট্রাল ব্যাক পজিশনে। Radnicki 1923 হয়ে নিয়মিত ছিলেন প্রথম একাদশে। এই দলটির হয়ে গত মরসুমে তিরিশটির বেশি ম্যাচ খেলেছেন Filip Ivanovic। পাঞ্জাব এফসি এবং তার মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে দুই পক্ষ সমঝোতায় পৌঁছতে পারবে। বাকিটা সময়ের হাতে।