২০২৩ উদীয়মান এশিয়া কাপে বিজয়ী পাকিস্তান ‘এ’র খেলা দেখতে গিয়েছিলেন পাকিস্তান সিনিয়র দল। দলের বক্তব্য রাখতে দেখা যায় পাকিস্তান সিনিয়র দলের অধিনায়ক বাবর আজম। উদীয়মান এশিয়া কাপে ভারত ‘এ’কে বড়ো রানে হারায় পাকিস্তান। এবার সরাসরি প্রতিযোগিতা না হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেল পাকিস্তান।
বৃষ্টির জন্য ত্রিনিদাদে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে কোনো খেলা হয়নি। ফলে কোনো ফলা ফল আসেনি এই টেস্টে। এদিকে গ্যালেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটে জিতে যায় পাকিস্তান।
তৃতীয় টেস্ট চক্র শুরু হতেই ভারতে ছাড়িয়ে এক নম্বরে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ড্রয়ের পরে জয়-পরাজয়ের শতাংশ নিখুঁত ১০০ শতাংশ থেকে নেমে ৬৬.৬৭ হয়ে দাঁড়িয়েছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী দ্বিতীয় অবস্থানে চলে গেছে ভারত।
শেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে, চতুর্থ স্থানে ইংল্যান্ড এবং পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরুই করেনি বাকি দেশগুলি।
Big change at the top of the World Test Championship standings following the draw between the West Indies and India in Trinidad.#WTC25https://t.co/0RsIIqGSBy
— ICC (@ICC) July 25, 2023