Bengaluru FC: দুই তারকা ফুটবলারকে সই করাল বেঙ্গালুরু এফ সি

বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।  তবে কোচ বা সাপোর্টিং স্টাফদের বদল ঘটানো না হলেও দলের রক্ষনভাগ কে শক্তিশালী করতে বেশ কয়েকটি বদল আনে বেঙ্গালুরু এফসি।

Shankar Sampingiraj and Jessel Carneiro

আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে নতুন করে দল গঠনের কাজ চালাচ্ছে আইএসএলের প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি। সেক্ষেত্রে দেশী ও বিদেশী ফুটবলার থেকে শুরু করে প্রয়োজন মতো কোচ ও সাপোর্টিং স্টাফের ও বদল ঘটিয়েছে ক্লাব গুলি। তার ব্যাতিক্রম নয় বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।  তবে কোচ বা সাপোর্টিং স্টাফদের বদল ঘটানো না হলেও দলের রক্ষনভাগ কে শক্তিশালী করতে বেশ কয়েকটি বদল আনে বেঙ্গালুরু এফসি।

শেষ ফুটবল মরশুমে এটিকে মোহনবাগান দলে খেলে যাওয়া অজি তারকা স্লাভকো ডামজানোভিচকে আগেই সই করিয়ে ফেলেছিল সাইমন ব্রিগেড। তবে শুধু খেলোয়াড় চূড়ান্ত করাই নয়, গত মরশুমে দলের হয়ে খেলে যাওয়া দুই তারকা ফুটবলারকে ও ছাড়তে হয়েছে তাদের। যাদের মধ্যে ছিলেন রয়কৃষ্ণা ও প্রবীর দাস। গত ফুটবল মরশুমে বেঙ্গালুরু দলের জার্সিতে এই দুই ফুটবলারকে দেখা গেলেও নয়া ফুটবল মরশুমে দুজনেই যুক্ত হয়েছেন পৃথক দলে। প্রবীর দাস যুক্ত হয়েছেন কেরালা ব্লাস্টার্স দলে ও রয়কৃষ্ণা যুক্ত হয়েছেন ওডিশা এফসিতে।

   

আরও পড়ুন: Mohun Bagan SG: এসেই অনুশীলনে নেমে পড়লেন সাদিকু, পুষ্প বৃষ্টির মাধ্যমে স্বাগত

তবে এবার দলবদলের বাজারের শেষ মুহূর্তে এসে দুই ভারতীয় তারকাকে দলে টানল বেঙ্গালুরু এফসি। যাদের মধ্যে রয়েছেন ফুলব্যাক জেসেল কার্নিরো ও তারকা মিডফিল্ডার শঙ্কর সাম্পিংগিরাজ। আজ সরকারিভাবে সেইকথা জানিয়ে দেওয়া হয় ক্লাবের তরফে। যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি মরশুমের জন্য জেসেলের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে এই আইএসএল জয়ী দল। অন্যদিকে মাত্র একটি মরশুমের জন্য দলে এসেছেন শঙ্কর সাম্পিংগিরাজ।

দলের সঙ্গে যুক্ত হয়ে জেসেল বলেন, বেঙ্গালুরু দলের তরফ থেকে প্রস্তাব পেয়ে আমি যথেষ্ট খুশি হয়েছিলাম। এটি ভারতের অন্যতম জনপ্রিয় একটি ফুটবল ক্লাব। তাদের ম্যানেজমেন্টের তরফ থেকে প্রাথমিক কথপোকথন হওয়ার সময় থেকেই আমি যথেষ্ট উৎসাহ পেয়েছিলাম। তাই খুব সহজেই রাজি হয়ে যাই। আসন্ন মরশুম গুলিতে নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করার চেষ্টা চালিয়ে যাব।

অন্যদিকে, বেঙ্গালুরু এফসির সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর শঙ্কর বলেন, আবারও বেঙ্গালুরু এফসির মতো দলে ফিরে আসতে পারার জন্য আমি যথেষ্ট খুশি। এখানেই আমি আমার ক্যারিয়ারের বহু স্মৃতিময় অধ্যায় রেখে গিয়েছি। দলের জার্সিতে মাঠে নেমে সবসময় নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরে সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো। যতদূর জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই বেঙ্গালুরু দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন এই দুই ফুটবলার।