Purulia: টানা ৫০ বছর বাম ক্ষমতা! ‘আমরা জ্যোতিবাবুর পার্টি করি’ বলছেন জামবাদবাসী

‘বিধানসভায় এখন নেই তো কী হয়েছে দলটা তো টানা ৩৪ বছর সরকারে ছিল। আবার আসবে। আবার কৃষি-কৃষক উপযোগী পঞ্চায়েত ব্যবস্থা চালু হবে রাজ্যে। আমরা জ্যোতিবাবুর…

‘বিধানসভায় এখন নেই তো কী হয়েছে দলটা তো টানা ৩৪ বছর সরকারে ছিল। আবার আসবে। আবার কৃষি-কৃষক উপযোগী পঞ্চায়েত ব্যবস্থা চালু হবে রাজ্যে। আমরা জ্যোতিবাবুর পার্টি করি।’ এমনই বলেন পুরুলিয়ার (Purulia) জামবাদ পঞ্চায়েত এলাকারবাসী। রাজ্যে বামফ্রন্ট সরকারের যত না বয়স তার চেয়ে বেশি বয়স পুরুলিয়ার জামবাদ পঞ্চায়েত (CPIM) সিপিআইএমের ক্ষমতা! সর্বশেষ পঞ্চায়েত ভোটেও এই পঞ্চায়েত দখলে রেখেছে বাম শিবির। চলতি মেয়াদে ক্ষমতা ধরে রাখতেই নজির গড়েছে জামবাদ। একটানা ৫০ বছর এই গ্রাম লাল-দুর্গ।

পশ্চিমবঙ্গে ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল। আর ১৯৭৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে পুরুলিয়ার পুঞ্চা এলাকার জামবাদ পঞ্চায়েত সিপিআইএম দখলে। বাম আমলের রমরমার সময় তো বটেই তৃণমূল শাসনেও জামবাদ পঞ্চায়েতে উড়েছে লাল পতাকা।

গত পঞ্চায়েত নির্বাচনে ৮ টি আসনে বিরোধী শূন্য ভোট পঞ্চায়েতে জামবাদ দখলে রেখেছিল বাম শিবির। এবারের নির্বাচনে ৯ টির মধ্যে ৬ টিতে জয়ী সিপিআইএম। ৩ টি পেয়েছে শাসকদল তৃণমূল। এবার জয়ের সুবাদে টানা পাঁচ দশক এই পঞ্চায়েতের ক্ষমতায় থাকার নজির গড়ন সিপিআইএম। স্থানীয় বাম নেতারা জানান,  কর্মী সমর্থকদের নিরলস পরিশ্রমই জয়ের উৎস।

টানা পাঁচ দশক জয় ধরে রাখার জন্য  দলীয় কর্মীদের একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। জামবাদ সিপিআইএম কার্যালয়ে এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বাম শিবিরের নেতৃত্বরা। দলীয় কর্মীদের উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে বলে জানান সিপিআইএম নেতারা।