সুপার লিগ কেরালাকে কেন্দ্র করে গরম হচ্ছে দল বদলের বাজার (Transfer News)। একের পর এক নামকরা ফুটবলার যুক্ত হচ্ছেন আসন্ন আই লিগে অংশ নিতে চলা দলগুলোতে। আই লিগে গোল্ডেন বুট পাওয়া ফুটবলারকেও এবার খেলতে দেখা যাবে দক্ষিণ ভারতের এই টুর্নামেন্টে।
ডুরান্ড ডার্বির টিকিট নিয়ে মিলল আপডেট
সুপার লিগ কেরালায় খেলতে চলেছে মালাপ্পুরাম এফসি (Malappuram FC)। ইতিমধ্যে একাধিক অভিজ্ঞ ফুটবলারকে তারা দলে নিয়েছে। এবার কেরালার এই ক্লাবের সঙ্গে যুক্ত হলেন পেদ্রো মানজি (Pedro Manzi)। শুক্রবার উরুগুয়ের এই স্ট্রাইকারকে দলে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
আই লিগের ইতিহাসে নিজের জন্য আলাদা জায়গা তৈরি করেছেন পেদ্রো মানজি। আই লিগের ২০১৮-১৯ মরসুমে সবথেকে বেশি গোল করে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট। আই লিগের ১৮ ম্যাচে ২১ গোল করেছিলেন তিনি। চেন্নাই সিটি এফসির হয়ে খেলে এই নজির গড়েছিলেন পেদ্রো।
Mohammedan SC: মহামেডানকে চাপে ফেলতে পারে সুযোগসন্ধানী বিএসএস
View this post on Instagram
চেন্নাই সিটির পর ভারতের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন পেদ্রো মানজি। ২০২০-২১ মরসুমে খেলেছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। সাদা কালো জার্সি পরেও বেশ কিছু গোল করেছিলেন উরুগুয়ের এই ফুটবলার। ২০২১ সালে ছিলেন বেঙ্গালুরু ইউনাইটেডে, ২০২২ মরসুমে ছিলেন রাজস্থান ইউনাইটেড এফসির ফুটবলার। রাজস্থান ইউনাইটেডের হয়ে বেশ কিছু ম্যাচে খেললেও চেনা ছন্দে দেখা যায়নি পেদ্রো মানজিকে।
আসন্ন মরসুমে এই তারকা স্ট্রাইকারকে দেখা যাবে মালাপ্পুরাম এফসির হয়ে সুপার লিগ কেরালায়। মালাপ্পুরাম এফসি তাদের স্কোয়াডে ইতিমধ্যে ভারতের একসময়কার নামজাদা ডিফেন্ডার আনাস, সের্জিও বার্বজা, গুরজিন্দর কুমার, রিজওয়ান আলির মতো ফুটবলারদের।