ATK Mohun Bagan: সুয়ারেজের দেশের ফুটবলারকে দলে নিল বাগান কর্তৃপক্ষ

অবশেষে নতুন স্ট্রাইকার কে সই করিয়ে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ৩২ বছর বয়সী উরুগুয়ের মিডফিল্ডার ফ্রেডরিকো গ‍্যালাগোকে (Federico Gallego) দলে নিয়ে চমক দিলো…

Federico Gallego

অবশেষে নতুন স্ট্রাইকার কে সই করিয়ে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ৩২ বছর বয়সী উরুগুয়ের মিডফিল্ডার ফ্রেডরিকো গ‍্যালাগোকে (Federico Gallego) দলে নিয়ে চমক দিলো সবুজ মেরুন ব্রিগেড। এছাড়া লেফট উইং এবং রাইট উইং, দুটো প্রান্তেই সমান সচল এই ফুটবলার। এর আগেও ইন্ডিয়ান সুপার লিগে খেলার অভিজ্ঞতা আছে ফ্রেডরিকো গ‍্যালাগোর। আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছিলেন তিনি।

নিঃসন্দেহে একটা অবাক করা সাইনিং করালো এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।তবে গ‍্যালাগোকে দলে নিয়ে আখেরে কতোটা লাভবান হলো এটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্ট, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই।একই পজিশনের তিন ফুটবলারকে নিয়ে এসে আসলে কি প্রমাণ করতে চাইছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো, সেটা স্পষ্ট হলোনা।

   

বর্তমানে এটিকে মোহনবাগানে প্রয়োজন একজন বক্স স্ট্রাইকারের।সেই জায়গায় হুগো বুমোস,দিমিত্রি পেত্রাতোসের মতো একজন মিডফিল্ডার কে দলে নিয়ে এলো সবুজ মেরুন ব্রিগেড।

প্রসঙ্গত,আইএসএলের শেষ ম‍্যাচে গ‍্যালাগোর প্রাক্তন ক্লাব নর্থইস্টের কাছে ১-০ গোলে হার হজম করেছিল সবুজ মেরুন শিবির।ম‍্যাচে শুরু থেকেই নর্থইস্ট ইউনাইটেডের রক্ষন ভাগকে মারাত্মক চাপের মধ্যে রেখেছিলো জুয়ান ফেরেন্দোর ছেলেরা।কিন্তু পাল্টা চাপে ম‍্যাচের ২১ মিনিটে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিদেশি উইলমার একটি গোলমুখী শট চালায়,আর সেই শট সবুজ মেরুনের গোলকিপার বিশাল কায়েথ কে পরাস্ত করে ফেলেছিলো।কিন্তু তারপর বল লাগে গিয়ে বাড়ে।এমনটা না হলে ম‍্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরী করে ফেলেছিলো নর্থইস্ট ইউনাইটেড।

এরপর আরও আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে নর্থইস্ট ইউনাইটেড।নয়া কোচের হাতে এসে গোটা দলটার মানসিকতায় একটা বিরাট বদল এসেছে, সেটা তাদের খেলা দেখে স্পষ্ট এদিন।একেবারেই মনে হয়নি এই মুহূর্তে লিগের দশ নম্বরে থাকা দলটা সবুজ মেরুন বাহিনীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছে।
ম‍্যাচে হুগো বুমোসের না থাকাটা ভীষণ স্পষ্ট হয়েছে এটিকে মোহনবাগানের খেলায়।পাশাপাশি ফেরান্দোর দলের খেলায় একজন প্রপার নম্বর নাইনের অভাব দেখতে পাওয়া গেছে এদিন।খেলার প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ভাবে।

দ্বিতীয়ার্ধের খেলার ৫১ মিনিটের মাথায় এটিকে মোহনবাগানের লিস্টন কোলাসো একটা গোলমুখী শট নেয় নর্থইস্টের তিনকাঠি লক্ষ‍্য করে,কিন্তু সেই শট সেভ করে দেয় নর্থইস্টের গোলকিপার।

এরপর ৬৮ মিনিটে উইলমার জর্ডনের করা গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড।বিরাট ধাক্কা খায় জুয়ান ফেরান্দোর দল।আর প্রত‍্যাবর্তন করতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড।