Watch Super Cup: সুপার কাপ এবার বিনামূল্যে! কোথায় জেনে নিন

এবছর আইএসএল শেষ হলেও একেবারে শেষ হয়ে যায়নি এবারের ফুটবল মরশুম। এপ্রিলের এই প্রথম দিকেই শুরু হয়ে গিয়েছে সুপার কাপ (Super Cup)। এখন সেদিকেই নজর রয়েছে আপামর ফুটবলপ্রেমী মানুষদের।

"Super Cup Football Match

গত মাসের মাঝামাঝি সময়ে শেষ হয়েছে এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগ। যেটি ভারতের সর্বাধিক জনপ্রিয় ফুটবল লিগ। প্রতিবার নতুন দেশি ও বিদেশি ফুটবল তারকাদের প্রতিভার হদিশ মেলে এই টুর্নামেন্টে। পাশাপাশি রেখে যায় কিছু স্মরনীয় মুহুর্ত। তবে এবছর আইএসএল শেষ হলেও একেবারে শেষ হয়ে যায়নি এবারের ফুটবল মরশুম। এপ্রিলের এই প্রথম দিকেই শুরু হয়ে গিয়েছে সুপার কাপ (Super Cup)। এখন সেদিকেই নজর রয়েছে আপামর ফুটবলপ্রেমী মানুষদের।

East Bengal FC: লোবেরাকে নিশ্চিত করার পর দল গঠনের চমক শুরু লাল-হলুদের, কারা আসছেন?

সূচি অনুযায়ী, গত ৩রা এপ্রিল থেকেই শুরু হয়েছে সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। তারপর ৫ই এপ্রিল আয়োজিত হয় দ্বিতীয় ম্যাচ। যেখানে মহামেডান স্পোটিং কে ধরাশায়ী করে যোগ্যতা অর্জন করেছে গোকুলাম কেরালা এফসি। এরপর গত ৮ তারিখ থেকে শুরু হয়েছে কাপের মূল পর্বের খেলা।যেখানে প্রথম ম্যাচেই আটকে গিয়েছে বেঙ্গালুরু এফসি ও অন্যদিকে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভুকোমানোভিচের কেরালা।

Sergio Lobera: লোবেরার হাত ধরে সাফল্যের সরণিতে ফিরতে চায় ইস্টবেঙ্গল, কতটা সফল এই কোচ?

এবার অভিযান শুরু করার পথে কলকাতার দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। আজ মাঞ্জেরীর পায়ানাদ স্টেডিয়ামে ওডিশা এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। অন্যদিকে আগামীকাল গোকুলাম কেরালা এফসির মুখোমুখি হবে ফেরেন্দোর এটিকে মোহনবাগান। তারপর গ্রুপ পর্ব শেষ করে সেমিফাইনাল শুরু হবে ২১ তারিখ থেকে। যা চলবে ২২ এপ্রিল পর্যন্ত। এবং ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপার কাপের ফাইনাল।

IPL 2023: দিল্লি ক্যাপিটালসের দম বন্ধ হয়ে যাচ্ছে, মাথাব্যাথা নেই এই কোটিপতি খেলোয়াড়দের

ম্যাচ সম্প্রচারের বিষয় জানা গিয়েছিল, যোগ্যতা অর্জন পর্বের কোনো ও খেলা সরাসরি সম্প্রচারিত না হলেও মূল পর্বের সমস্ত খেলা দেখানো হবে অনলাইনে ফ্যানকোডে ও টেলিভিশনের ক্ষেত্রে সোনির অন্তর্ভুক্ত চ্যানেলে। তবে ফ্যান কোড ব্যবহার করার ক্ষেত্রে ইউজারদের নির্দিষ্ট সাবস্ক্রিপশন নেওয়ার কথা জানানো হলেও এবার নাকি বিনামূল্যে দেখা যাবে সুপার কাপের ম্যাচ। এক্ষেত্রে জিও কানেকশন থাকা বাধ্যতামূলক সকল ব্যবহারকারী। তাহলে আর টাকা দিতে হবে না ফ্যানকোডে। তবে ম্যাচ দেখার ক্ষেত্রে জিও টিভি ইনস্টল করতে হবে সকলকে। তাহলেই দেখা যাবে দুই প্রধানের সমস্ত ম্যাচ।