ATK Mohun Bagan: তিরি ফিরছেন সবুজ-মেরুন বাগানে

এটিকে মোহনবাগান সমর্থকদের জন্যে খুশির খবর। ফের সবুজ মেরুন শিবিরে প্রত‍্যাবর্তন করতে চলেছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) নয়নমনি লুইস তিরি। তিরি এটিকে মোহনবাগানে প্রত‍্যাবর্তন…

Tiri is returning to TK Mohun Bagan

এটিকে মোহনবাগান সমর্থকদের জন্যে খুশির খবর। ফের সবুজ মেরুন শিবিরে প্রত‍্যাবর্তন করতে চলেছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) নয়নমনি লুইস তিরি। তিরি এটিকে মোহনবাগানে প্রত‍্যাবর্তন করার ব‍্যাপারটা একপ্রকার নিশ্চিত বলা চলে।

এএফসি কাপে খেলাকালীণ চোট পেয়েছিলেন তিরি।তার জন্যে গোটা মরশুমের জন্যে ছিটকে গেছিলেন তিনি।এরপর সার্জারি হয়েছিল এই তারকা ফুটবলারের।তারপর অত্যন্ত পরিশ্রমের পর ফের ময়দানে ফিরতে চলেছেন সবুজ মেরুন শিবিরের এই তারকা ফুটবলার।এক বছর পর ফের মাঠে ফিরতে চলেছেন তিরি।

   

এইমুহুর্তে এটিকে মোহনবাগানের ডিফেন্সের হাল বেহাল বলা চলে।বিষয়টি রীতিমতো চিন্তার একটা কারণ হয়ে উঠেছে সবুজ মেরূন কোচ জুয়ান ফেরান্দোর কাছে।তাই তিরি ফিরলে যে এই বেহাল দশ বদলাবে,সেটা বলাই যায়।

চোট পাওয়ার পর তিরি ছিটকে গেলে পোগবা এবং হ‍্যামিলকে দলে নিয়েছিলো এটিকে মোহনবাগান,ডিফেন্স মজবুত করতে।হ‍্যামিল ডিফেন্সে ভালো নির্ভরতা দিলেও,পোগবার থেকে তার ছিটেফোঁটাও দেখা যায়নি।সবুজ মেরুন জার্সিতে পুরোপুরি ফ্লপ পোগবা।যার জন্যে পোগবার পরিবর্তে সার্বিয়ার ডিফেন্ডার স্লাভকো কে দলে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া এক‍্যাউন্ট থেকে সবুজ মেরুন জার্সি গায়ে একটা ছবি পোস্ট করেছিলেন তিরি।সেখানে তিনি লিখেছেন খুব দ্রুত ভারতে ফিরতে চলেছেন তিনি।এর থেকে স্পষ্ট খুব শীঘ্রই ভারতের মাঠে প্রত‍্যাবর্তন করতে চলেছেন তিরি।এখন তিরির দলে যোগ দেওয়া খালি সময়ের অপেক্ষা।ইদানিং এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো নিজেও জানিয়েছিলেন খুব শীঘ্রই দলে যোগ দেবেন তিনি।