East Bengal: আরও দুই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল মশালবাহিনী

চলতি মরশুমে তেমন কোনও বিশেষ সাফলতা পাইনি ইস্টবেঙ্গল (East Bengal) দল। এরই মধ্যে পরবর্তী মরশুমের দল গঠনের কাজটা অনেকটা এগিয়ে নিচ্ছে লাল হলুদ ব্রিগেড। ইতিমধ্যে…

East Bengal extended the contract with two more footballers

চলতি মরশুমে তেমন কোনও বিশেষ সাফলতা পাইনি ইস্টবেঙ্গল (East Bengal) দল। এরই মধ্যে পরবর্তী মরশুমের দল গঠনের কাজটা অনেকটা এগিয়ে নিচ্ছে লাল হলুদ ব্রিগেড।

ইতিমধ্যে দলের তরুণ প্রতিভাবান ডিফেন্ডার লালচুংয়ের সাথে আরো বছর দুয়েকের চুক্তি বাড়িয়ে নিয়েছে লাল হলুদ দল। আর এটা হওয়ার ছিল চলতি মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে নজরকাড়া ফুটবল যদি কেউ খেলে থাকেন। তাহলে তিনি লালচুং। মাসখানেক আগেই ময়দানে চাউর হয়েছিল ইস্টবেঙ্গল দল চুক্তি বাড়াতে চলেছে লালচুংয়ের সাথে। এবার সেটা বাস্তবের রূপ নিল।

সূত্রের খবর অনুযায়ী লালচুংয়ের পর আরও দুই ফুটবলারের সাথে চুক্তি বাড়াতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। ২৩ বছর বয়সী মিডফিল্ডার নাওরেম মাহেশ তাদের মধ্যে একজন। লাল হলুদ সমর্থকদের নজর কেড়েছে নাওরেম মাহেশের ফুটবল। এখনও অবধি নয়টা ম‍্যাচে একটা গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন মাহেশ।বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাবের অ্যাসিস্ট কিংয়ে পরিণত হয়েছে এই নাওরেম মাহেশ ।

দ্বিতীয় ফুটবলারটি হলেন ২৪ বছর বয়সী ভারতের লেফট ব‍্যাকের ফুটবলার জেরি লালরিনজুয়ালা। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ডুরান্ডকাপে খুব একটা নজরকাড়া ফুটবল খেলতে না পারলেও আইএসএলে দাপুটে ফুটবল খেলছেন জেরি।তাই লালচুংয়ের পাশাপাশি এই দুই ভারতীয় ফুটবলারকে দলে নেওয়ার বিষয়টি একেবারে নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল।তবে এই দুই ফুটবলারের কন্ট‍্যাক্ট কতো বছরের জন্য বেড়েছে,সেটা এখনও নিশ্চিত নয়।ক্লাবের ভবিষ্যতের কথা ভেবে এই পদক্ষেপ যে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা বলাই বাহুল্য।বহুবছর হলো সাফলতার মুখ দেখেনা।এই ছোটো ছোটো পদক্ষেপ গুলো ক্লাবকে সাফলতা এনে দিতে পারে কিনা,এখন সেটাই দেখার বিষয়।