আত্মহত্যা না খুন! অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অকস্মাৎ মৃত্যু নিয়ে আজও দ্বন্দ্ব রয়ে গেছে। এর মাঝেই বিস্ফোরক অভিযোগ তুললেন সুশান্তের ময়নাতদন্তকারী রূপকুমার শাহ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, সুশান্তের দেহে অনেকগুলি আঘাতের চিহ্ন ছিল। তাঁকে খুনই করা হয়েছিল। কেটে গিয়েছে ২ বছর। মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। সুশান্তের পরিবারের তরফে অভিযোগ ছিল খুন করা হয়েছে অভিনেতাকে। এখনও চলছে CBI তদন্ত।
ময়নাতদন্তের সময়ে উপস্থিত থাকা ওই ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুশান্ত আত্মহত্যা করেননি। তাঁকে নাকি হত্যা করা হয়েছিল। মৃতদেহ দেখেই নাকি টের পেয়েছিলেন তিনি।
তিনি জানিয়েছেন, ‘ওই দিন পাঁচটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়। আমরা শুনেছিলাম, তার মধ্যে একটি নামজাদা কারও। আমরা ময়নাতদন্ত করতে গিয়ে জানতে পারি, সেটি সুশান্তের দেহ। ওঁর সারা গায়ে বেশ কিছু চিহ্ন ছিল। আর গলা-ঘাড়ের কাছেও তিনটি দাগ ছিল। মৃতদেহের ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ড হওয়ার কথা। কিন্তু উচ্চপদস্থরা বলেন, শুধু স্টিল ছবিই তোলা হবে। আমরা সেভাবেই কাজটি করি।’
তিনি আরও জানিয়েছে, ‘আমি যখন প্রথম সুশান্তের মৃতদেহ দেখি, আমার মনে হয়, এটি মোটেই আত্মহত্যা নয়, ওঁকে খুন করা হয়েছে। আমি সে কথা, আমার উচ্চপদস্থকে জানাইও। তার পরে আর ঊর্ধ্বতন আমায় বলেন, দ্রুত ছবি তুলে কাজ সেরে মৃতদেহ পুলিশকে দিয়ে দিতে। আর তাই শুধুমাত্র রাতেই আমরা ময়নাতদন্ত করতে পেরেছিলাম।’
২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। সেইসময় রিপোর্টে এটিকে আত্মহত্যা বলা হলেও সুশান্ত সিং রাজপুতের পরিবারের তরফে সে কথা মেনে নেওয়া হয়নি। সম্প্রতি সুশান্ত সিংয়ের বাবা এক সংবাদমাধ্যমকে বলেন, সুশান্তের মৃত্যু নিয়ে রাজনৈতিক জলঘোলা হয়েছে মহারাষ্ট্রে। আর সেই কারণেই সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ তাঁরা। আর এবার তদন্তে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।