ATK Mohun Bagan: বাগানের নজরে ইরানের তাজা বিশ্বকাপার

বেশ কিছুদিন হল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সাথে নাম জড়িয়েছে এক ইরানিয়ান ফুটবলারের। সেই ফুটবলারের নাম মেহেদী তরবি। আঠাশ বছর বয়সী এই ইরানিয়ান ফুটবলার…

Mehdi Torabi iran footballer

বেশ কিছুদিন হল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সাথে নাম জড়িয়েছে এক ইরানিয়ান ফুটবলারের। সেই ফুটবলারের নাম মেহেদী তরবি। আঠাশ বছর বয়সী এই ইরানিয়ান ফুটবলার খেলেন লেফট উইং পজিশনে।বর্তমানে গাল্ফ প্রো লিগের ক্লাব পার্সেপোলিশের হয়ে খেলছে এই তোরবি।

বর্তমানে তোরবির মার্কেট ভ‍্যালু ৬.৪ কোটি টাকা।ক্লাব কেরিয়ারে কাতার এবং ইরানের প্রথম সারির ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে এই আক্রমণ ভাগের ফুটবলার। পার্শিয়ান লিগে ২০৮ টা ম‍্যাচ খেলে ৩৬ টা গোল এবং ৪৩ টা অ্যাসিস্ট করেছেন তিনি।২০২২ সালের কাতার বিশ্বকাপে ইরানের হয়ে প্রতিনিধিত্ব করতেও দেখা গেছে তাকে।মেহেদী লেফট উইংয়ের পাশাপাশি রাইট উইং,এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন। এটিকে মোহনবাগানে একজন প্রপার বক্স স্ট্রাইকার আসছে।তাই এই মুহূর্তে সবুজ মেরুন শিবিরে মেহেদীর আসার কোনও সম্ভাবনা নেই বললেই চলে।

এমন সমস্ত জল্পনার মাঝে এটিকে মোহনবাগান দলে নিয়ে নিয়েছে উরুগুয়ের ফুটবলার ফ্রেডরিকো গ‍্যালাগাওকে। ৩২ বছর বয়সী উরুগুয়ের মিডফিল্ডার লেফট উইং এবং রাইট উইং, দুটো প্রান্তেই সমান সচল এই ফুটবলার। এর আগেও ইন্ডিয়ান সুপার লিগে খেলার অভিজ্ঞতা আছে ফ্রেডরিকো গ‍্যালাগোর। আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছিলেন তিনি।

নিঃসন্দেহে একটা অবাক করা সাইনিং করালো এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।তবে গ‍্যালাগোকে দলে নিয়ে আখেরে কতোটা লাভবান হলো এটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্ট, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই।একই পজিশনের তিন ফুটবলারকে নিয়ে এসে আসলে কি প্রমাণ করতে চাইছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো, সেটা স্পষ্ট হলোনা।