Cricket News: লিগ ক্রিকেট বাড়ছে, কমতে পারে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ

Cricket News: টি- টোয়েন্টির জমানায় পঞ্চাশ ওভার ম্যাচের গুরুত্ব যে কমছে, তা বোঝা যাচ্ছিল বহুদিন আগে থেকেই। নানা অনুষ্ঠানে নানা প্রাক্তনীদের গলাতেই প্রায় এক সুর- সাত ঘন্টা ধরে খেলা কে দেখবে যেখানে সাড়ে তিন থেকে চার ঘন্টায় টি-টোয়েন্টি হয়ে যাচ্ছে!

League Cricket

Cricket News: টি- টোয়েন্টির জমানায় পঞ্চাশ ওভার ম্যাচের গুরুত্ব যে কমছে, তা বোঝা যাচ্ছিল বহুদিন আগে থেকেই। নানা অনুষ্ঠানে নানা প্রাক্তনীদের গলাতেই প্রায় এক সুর- সাত ঘন্টা ধরে খেলা কে দেখবে যেখানে সাড়ে তিন থেকে চার ঘন্টায় টি-টোয়েন্টি হয়ে যাচ্ছে!

সুখের বিষয় নাকি দুঃখের বিষয় তা ঠিক বলা যায় না, তবে সেই পথেই এবার হয়তো হাঁটবে ক্রিকেটের নিয়ম প্রদানকারী মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট একেবারে তুলে দেওয়ার প্রস্তাব না রাখলেও কমিয়ে দেওয়ার কথা ভাবেন তাঁরা।

সাম্প্রতিক কালে লর্ডসে একটি আলোচনা সভায় এমসিসি বলে যে ২০২৭এর পর ওডিআই সংখ্যা কমানো হতে পারে। বিশেষত দ্বিপাক্ষিক ওডিআইগুলি না খেলে বিশ্বকাপের আগের বছর কিছু ম্যাচ খেলা হতে পারে।

বস্তুত এমসিসির বক্তব্য, এই দ্বিপাক্ষিক খেলাগুলি না হলে হাতে বেশ খানিকটা সময়ও পাওয়া যাবে। তাতে তৈরি হওযা যাবে। তৈরী হওয়া ইরো ভালোই হবে যদি বিশ্বকাপে, আগে কিছু ম্যাচ খেলে নেওয়া যার।

তবে কি ওডিআইয়ের ঘাতক টি-টোয়েন্টি ক্রিকেট? হয়তো তাই। আন্তর্জাতিক টি-২০র দিকে আঙুল না তুললেও উঠে এসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা। ক্রিকেট বিশ্বের নানা প্রান্তেই তেড়ে ফুঁড়ে উঠছে লিগ ক্রিকেট। ফলে “ব্যস্ত সূচির” মধ্যে থেকে পঞ্চাশ ওভার ক্রিকেটের জন্য সময় বার কঠিন বলে তাঁদের মতামত।

পাশাপাশি ঢাল হিসেবে রয়েছে টেস্ট ক্রিকেটও। না। টেস্ট ক্রিকেট কমানোর কথা বলেননি তাঁরা। উল্টে বলেছেন যে ওডিআই কমালে পরে যে টাকা বাঁচবে, সেই টাকা কাজে লাগানো হবে টেস্ট ক্রিকেটের উন্নতিতে।

ক্রিকেটের আরেকটি দুনিয়ায় একশো বলের টুর্নামেন্টেরও বেশ হাঁক ডাক হয়েছে। যদিও আন্তর্জাতিক স্তরে আপাতত এসে পৌঁছায়নি। যদি আসে, তবে আবার কোন ফর্ম্যাটের ঘাড়ে কোপ ফেলার আলোচনা চলে, সেটাই দেখার।