Mirjalol Kasimov: কলকাতায় পা রাখলেন আরও এক বিদেশি ফুটবলার

শনিবার সন্ধ্যায় কলকাতায় পা রাখলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের বিদেশি খেলোয়াড় Mirjalol Kasimov। কলকাতা বিমানবন্দররে উপস্থিত ছিলেন ক্লাবের কর্তারা। তারাই স্বাগত জানিয়েছেন Mirjalol Kasimov।

Mirjalol Kasimov

একে একে আসতে শুরু করেছেন বিদেশি ফুটবলাররা। শনিবার কলকাতায় এসে উপস্থিত ছিলেন একাধিক বিদেশি ফুটবলার। ভোর রাত থেকে এসেছেন জেসন কামিংস, হুগো বুমোস, ফ্লোরেন্টিন পোগবা। সন্ধায় এলেন আরও এক খেলোয়াড়। তবে তিনি মোহন বাগান সুপার জায়ান্টের ফুটবলার নন।

শনিবার সন্ধ্যায় কলকাতায় পা রাখলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের বিদেশি খেলোয়াড় Mirjalol Kasimov। কলকাতা বিমানবন্দররে উপস্থিত ছিলেন ক্লাবের কর্তারা। তারাই স্বাগত জানিয়েছেন Mirjalol Kasimov। ইনি উজবেকিস্তানের ফুটবলার। খেলেছেন মূলত মাঝমাঠে। খেলা তৈরি করার ব্যাপারে দক্ষতা রয়েছে। আই লীগে খেলে নজর করেছিলেন। নেরোকা এফসির হয়ে ভালো ফুটবল খেলেছিলেন উজবেকিস্তানের এই ফুটবলার।

   

ইন্ডিয়ান সুপার লীগে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। বিভিন্ন কারণে গত মরসুমে খেতাব জয় করার আগে থেমে গিয়েছিল ব্ল্যাক প্যান্থারদের দৌড়। এবারের মরসুমে আগের ভুলগুলো শুধরে নিতে চায় দল। দল গড়ার কাজ প্রায় শেষের দিকে। কলকাতা ফুটবল লীগে অভিযান শুরু করে দিয়েছে মহামেডান। লীগ অভিযানের প্রথম ম্যাচের প্রচুর করেছিল ক্লাব। পরের ম্যাচেও বজায় ছিল জয়ের ধারা। শনিবার পরাজিত হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে বিদেশি ফুটবলারের আগমণ সংবাদ পেয়ে হয়তো খুশি হবে দলের সমর্থকরা।

শনিবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে পরাজিত হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ডায়মন্ড হারবারের পক্ষ ম্যাচের ফল ২-১। জোড়া গোল করে দলকে জিতিয়েছেন অভিজ্ঞ ফুটবলার রাহুল পাশোয়ান। মহামেডান পরাজিত হওয়ার ফলে সুবিধা হয়ে গেল মোহন বাগান সুপার জায়ান্টের।