অপ্রত্যাশিতভাবে হেরে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার কলকাতা ফুটবল লীগের (Calcutta Football League) ম্যাচে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের (Diamond Harbor FC) বিরুদ্ধে পরাস্ত কলকাতার অন্যমত প্রধান ক্লাব। সুবিধা হয়ে গেল মোহন বাগান সুপার জায়ান্টের।
কলকাতা ফুটবল লীগ জয়ের ব্যাপারে যথারীতি ময়দানের তিন প্রধান প্রবল দাবিদার। টুর্নামেন্টে সবথেকে ভালো শুরু করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। পরপর তিন ম্যাচে জয় পেয়েছে দল। একাধিক হ্যাটট্রিক এবং প্রতি ম্যাচেই একাধিক গোল করেছে মোহনবাগান। বাগানের পরেই ভালো ফর্মে দেখাচ্ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবকে। তাদের এবার ছন্দ পতন। আটকে গেল ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। হারবারের পক্ষ ম্যাচের ফল ২-১। জোড়া গোল করে দলকে জিতিয়েছেন অভিজ্ঞ ফুটবলার রাহুল পাশোয়ান। মহামেডান পরাজিত হওয়ার ফলে সুবিধা হয়ে গেল মোহন বাগান সুপার জায়ান্টের।
আরও পড়ুন: Calcutta League: সাদা-কালো ব্রিগেডের দৌড় থামাল ডায়মন্ড হারবার এফসি
ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের এদিনের জয়ের অন্যতম কারিগর কিবু ভিকুনা, মোহনবাগানের প্রাক্তন চ্যাম্পিয়ন কোচ। তার মগজ এবং দলের ফুটবলারদের কঠিন পরিশ্রমের জোরে সাদা কালো ব্রিগেডকে হারিয়ে দিয়েছে তারা।
Thank you very much @abhishekaitc
Very proud of today’s victory which is a result of all the club’s great team work. 👍🏽⚽️ https://t.co/yQznp5XfTR— Kibu Vicuña (@lakibuteka) July 22, 2023
এদিনের জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিষেক ব্যানার্জী। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, “দারুণ ফলাফল। দলের এই পারফরম্যান্সের জন্য আমি গর্বিত এবং খুব খুশি।” কোচ কিবু ভিকুনাকে ট্যাগ করেও অভিষেক বলেছেন, “আপনার অমূল্য গাইডেন্সের জন্য অনেক ধন্যবাদ।” জবাবে কিবু বলেছেন, ‘ আজকের ফলাফলে আমিও খুব গর্বিত। ক্লাবের টিম ওয়ার্কের ফসল এই জয়।”