Panchayat Election: নদিয়ায় প্রিসাইডিং অফিসারের মৃত্যুর পর বিস্ফোরক দাবি সংগ্রামী যৌথ মঞ্চের

বুথেই প্রিসাইডিং অফিসারের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করল সংগ্রামী যৌথ মঞ্চ। ৮ জুলাই ছিল পঞ্চায়েত ভোট, সেই দিন ডিউটিতে থাকা রিজার্ভ প্রিসাইডিং অফিসারের মৃত্যুর দায়…

বুথেই প্রিসাইডিং অফিসারের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করল সংগ্রামী যৌথ মঞ্চ। ৮ জুলাই ছিল পঞ্চায়েত ভোট, সেই দিন ডিউটিতে থাকা রিজার্ভ প্রিসাইডিং অফিসারের মৃত্যুর দায় নিতে হবে কমিশনকে। এই দাবি তুলল সংগ্রামী যৌথ মঞ্চ।

নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকে রিজার্ভ প্রিসাইডিং অফিসার ছিলেন রেবতীমোহন বিশ্বাস। হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠের সহকারি শিক্ষক তিনি। ভোটের দিন তার সেরিব্রাল অ্যাটাক হয়। ১২ জুলাই, গতকাল মৃত্যু হয় ওই প্রিসাইডিং অফিসারের।

   

সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, নিরাপত্তাহীনতার কারণেই মৃত্যু হয়েছে প্রিসাইডিং অফিসারের। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, নিরাপত্তা ছাড়াই ভোটকেন্দ্রে তাকে পাঠানো হয়েছিল। অভিযোগ বিডিও-র বিরুদ্ধে। বুথেই সেরিব্রাল অ্যাটাক হওয়ায় মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে।

প্রসঙ্গত, ভোটের দিন ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করেন রিজার্ভ প্রিসাইডিং অফিসার রেবতীমোহন বিশ্বাস। বিডিও ভয় দেখিয়ে নিরাপত্তা ছাড়াই তাকে ভোট কেন্দ্রে পাঠান। এরপর ভোট শুরুর আগেই বুথের মধ্যেই সেরিব্রাল অ্যাটাক হয় ওই ভোট কর্মীর। কল্যাণীতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুধবার মৃত্যু হয় তার। সংগ্রামী যৌথ মঞ্চ ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের একজনের চাকরিরও দাবি জানিয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে হিংসা দেখে স্তম্ভিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল। রাজভবনের পিসরুমে জমা পড়েছে প্রায় সাড়ে সাত হাজার হিংসার ঘটনার অভিযোগ। বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলো আদালতের সামনে পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের দিন দিনভর বাংলার ভোট-চিত্র দেখে ‘ভেরি ডিসটার্বিং’ বলে মন্তব্য করেন তিনি।

সূত্রের খবর, রাজ্যে প্রায় সাত হাজার হিংসার ঘটনার অভিযোগ হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিন প্রকাশের পর থেকে উত্তপ্ত রাজ্য। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটের দিন ও তার পর পর্যন্ত জারি রয়েছে অশান্তি