ফের চাকরি জালিয়াতিতে জড়াল শাসকদল তৃণমূল কংগ্রেস। SSC নিয়োগ দুর্নীতি পুরো তৃণমূলেই ছড়িয়ে আছে বলে অভিযোগ ও কটাক্ষে জর্জরিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দল বিজেপির নেতাদের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আসছে। বাদ কেবল সিপিআইএম-বাম ও কংগ্রেস।
এবার ভুয়ো চাকরির তালিকায় উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়কের মেয়ের নাম। বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম দেখা গেছে OMR তালিকায়।
SSC তালিকায় ১১২ নম্বরে নাম আছে তৃণমূল বিধায়ক কন্যার। আর তৃণমূল বিধায়ক হামিদুল রহমান বলেন, কেউ চ্যালেঞ্জ করলে জবাব দেব কোর্টে। তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা চাকরি করছেন চোপড়া ব্লকের কালিগঞ্জ হাইস্কুলে। জানা গিয়েছে, রোশনারা বছর দুয়েক আগে আগে নতুন নিয়োগত্র নিয়ে স্কুলে আসেন। প্রধান শিক্ষিকা বলেন, আমাদের কাছে কোনও নির্দেশিকা আসেনি। রোশনারা স্কুলে আসছেন না।
ভুয়ো শিক্ষক তালিকায় মন্ত্রীর কন্যা বিজেপি নেতা, তৃণমূল কাউন্সিলরদের আত্মীয়দের নাম বাড়ছে। কোচবিহারের মেখলিগঞ্জে উপেন চৌকি হাইস্কুলের ইংরাজির শিক্ষক মনোজকুমার রায় বিজেপি নেতা। আগে তৃণমূলের মেতা ছিলেন তখন বেআইনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। এই শিক্ষক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ। ভুয়ো তালিকায় অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ বেআইনিভাবে চাকরি করছেন সোনারপুরের চৌহাটি হাইস্কুলে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবম-দশম শ্রেণির ৯৫২জনের ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেখান থেকেই ভুয়ো শিক্ষকদের নাম পাওয়া যাচ্ছে।