‘বাংলার জামাইকে’ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরেই মমতার শুভেচ্ছা

ওপার বাংলার দায়িত্ব নেওয়ার পরেই শুভেচ্ছাবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন সরকারের উদ্দেশে…

bangladesh

ওপার বাংলার দায়িত্ব নেওয়ার পরেই শুভেচ্ছাবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন সরকারের উদ্দেশে অভিনন্দনবার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস-সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।’

 

   

মমতা লিখেছেন, ‘বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্ব স্তরের মানুষের আরও ভাল হোক— এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি, খুব শীঘ্রই সঙ্কট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভাল থাকলে, আমরাও ভাল থাকব।’

আজন্ম ‘বামপন্থী’ বুদ্ধদেবের মুখে গায়ত্রী মন্ত্র? অজানা কাহিনী শুনলে চমকে যাবেন!

ঢাকার বঙ্গভবনে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯ টার পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। ইউনূসের সঙ্গে শপথ নেন আরও ১৩ জন। তিনজন বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি। সবমিলিয়ে ইউনুসের নেতৃত্বে মোট ১৬ জন সদস্য থাকবেন অন্তর্বর্তী সরকারে।