দেশে ট্রেন দুর্ঘটনার (Train Accident) ধারাবাহিকতা যেন থামতেই চাইছে না। বিশেষ করে বাংলায় সাম্প্রতিক সময়ে ট্রেন দুর্ঘটনার মতো ভয়ানক ঘটনা ঘটেই চলেছে। আজও তার ব্যতিক্রম ঘটল না। আজ শুক্রবার সকালে আবারও একবার বাংলার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গেল। লাইনচ্যুত হল ট্রেনের কমপক্ষে ৫টি বগি।
জানা গিয়েছে, আজ শুক্রবার সাতসকালে উত্তরবঙ্গের মালদা কুমেদপুরের কাছে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছেন কাটিহার ডিভিশনের রেলকর্তারা। সেইসঙ্গে ঘটনাস্থলে গিয়েছেন মালদহের হবিবপুরের বিডিও অংশুমান দত্তও। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।
এদিকে আচমকা এহেন রেল দুর্ঘটনার কারণে প্রভাবিত হয়েছে অন্যান্য ট্রেনও। রেল সূত্রে খবর, ইতিমধ্যে দুর্ঘটনার কবলে পড়া মালগাড়ির কামরাগুলিকে সরানোর কাজ চলছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত সামসি স্টেশনে এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিল। সকাল পৌনে ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে।
রেল জানিয়েছে, মালদহের কাটিহার ডিভিশনের কুমেদপুর ইয়ার্ডে একটি মালগাড়ির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি ট্রেন বাতিল করা হয়েছে, ছয়টি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং চারটি ট্রেন সংক্ষিপ্ত যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে।
Malda, West Bengal: Several coaches of a goods train derailed in Kumedpur Yard in Katihar Division, Malda.
Two trains cancelled, 6 diverted and 4 trains short terminated in the wake of the incident.
More details awaited.
— ANI (@ANI) August 9, 2024