ইউনূসের সরকার হতেই বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্কের বার্তা দিল পাক সরকার

বাংলাদেশে শুরু হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নোবেলজয়ী ইউনূস ও তাঁর সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে পাক সরকার দিল গভীর সম্পর্ক…

বাংলাদেশে শুরু হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নোবেলজয়ী ইউনূস ও তাঁর সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে পাক সরকার দিল গভীর সম্পর্ক গড়ার বার্তা। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর বার্তায় বলেছেন, আমি সামনের দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে নতুন সরকা‌রের স‌ঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

গণঅভ্যুত্থানে বাংলাদেশে পতন হয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বে ভারত ঘনিষ্ঠ আওয়ামী লীগের টানা ষোল বছরের শাসন। জীবন বাঁচাতে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। রক্তাক্ত পালাবদলকে দ্বিতীয় স্বাধীনতা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড.ইউনূস। তাঁর বিশ্লেষণ বাংলাদেশে ‘ছাত্র-জনতার বিপ্লব’ সংঘটিত হয়।

   

বাংলাদেশে সরকারি চাকরির কোটা সংরক্ষণ দাবিতে ছাত্র আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে তাঁর দল আওয়ামী লীগ ও পুলিশের গুলি চালানোর পর আন্দোলন গণবিক্ষোভে পরিণত হয়। তীব্র রক্তাক্ত সংঘর্ষের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এররপর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৮ আগস্ট। ক্ষমতার পালাবদল হতেই বাংলাদেশে শুভেচ্ছা পাঠাতে শুরু করেছে পাকিস্তান।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ব‌লেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশকে একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করার ক্ষেত্রে তার সাফল্য কামনা করছি। 

১৯৪৭ সালে ভারত ভেঙে পাকিস্তান তৈরি হয়। সংযুক্ত পাকিস্তান ১৯৭১ সালে ভেঙে যায়। তীব্র সংঘর্ষের পর তৈরি হয় বাংলাদেশ। এ দেশে আওয়ামী লীগের সরকার থাকলে ভারত ঘনিষ্ঠতা বাড়ে। আর বিএনপি নেতৃত্বের সরকারে ঘনিষ্ঠ হয় পাকিস্তান। নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান ড.ইউনূস বিএনপি ঘনিষ্ঠ বলে চর্চিত। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।