TVS Jupiter 110: তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে টিভিএস আনছে নতুন ডিজাইনের জুপিটার

ভারতে সর্বাধিক বিক্রিত স্কুটারগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে টিভিএস জুপিটার ১১০ (TVS Jupiter 110)। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, এবারে মডেলটির নতুন ভার্সন আনতে চলেছে…

TVS-Jupiter-110

ভারতে সর্বাধিক বিক্রিত স্কুটারগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে টিভিএস জুপিটার ১১০ (TVS Jupiter 110)। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, এবারে মডেলটির নতুন ভার্সন আনতে চলেছে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। যে কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে এর নাম। এদিকে সংস্থার একটি নতুন স্কুটার বাজারে আসতে চলেছে বলে অনেকদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল। জুপিটার ১১০-এর নিউ ভার্সন লঞ্চের খবর প্রকাশ্যে আসতেই অনুমান করা হচ্ছে যে, এটিই সেই মডেল। নয়া জুপিটার-এ কেমন ফিচার্স দেওয়া হতে পারে চলুন জেনে নেওয়া যাক। 

টিভিএস জুপিটার ১১০ নতুন ডিজাইনে আসছে 

   

নতুন টিভিএস জুপিটার ১১০ সম্পূর্ণ নতুন লুক পেতে চলেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। হোসুরের কোম্পানিটি তাদের এই জনপ্রিয় স্কুটারে নতুন ‘শহুরে’ ডিজাইন দিতে পারে বলেই খবর। অর্থাৎ বলা যায়, আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে আকৃষ্ট করবে নয়া জুপিটার। এদিকে জুপিটারের বর্তমান মডেলটি একটি ফ্যামিলি স্কুটার। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এবারে টিভিএস তাদের এই স্কুটারে আধুনিতার মাত্রা বাড়ানোর সিধান্ত নিয়েছে। 

জানা গেছে, নতুন জুপিটার ১১০-এ দেওয়া হচ্ছে, ফ্রন্ট প্যানেল বরাবর বিস্তৃত একটি এলইডি ডিআরএল লাইট, এর সঙ্গে টার্ন ইন্ডিকেটর, এলইডি হেডলাইট এবং একটি বৃহত্তর কাউল। আবার পেছন দিকের ডিজাইনেও পরিবর্তন ঘটানো হচ্ছে। জুপিটার ১২৫ থেকে বেশ কিছু ফিচার্স নেওয়া হতে পারে। 

নতুন জুপিটার ১১০, সিটের নিচে এবারে একসঙ্গে দুটি হেলমেট বহন করতে পারবে বলে জানা যাচ্ছে। এর অর্থ নতুন মডেলে ফুয়েল ট্যাঙ্ক ফ্লোর-বর্ডের নিচে সরানো হতে পারে। সেক্ষেত্রে অ্যাপ্রনের ভেতরে থাকবে ফুয়েল-ফিলার ক্যাপ। 

ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি, হাজার হাজার গাড়ি না চালানোর পরামর্শ দিল Maruti Suzuki

নয়া জুপিটার ১১০ একাধিক কালার অপশনে হাজির হবে। এর মধ্যে গ্লাস ও ম্যাট উভয় বিকল্প থাকবে। নয়া মডেলের দাম ৭৭,০০০ টাকা (এক্স-শোরুম) থেকে আরম্ভ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আবার টপ-মডেলের দাম ৯৩,০০০ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে। তবে লঞ্চের সময়কাল সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়।