ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি, হাজার হাজার গাড়ি না চালানোর পরামর্শ দিল Maruti Suzuki

ভারতের প্যাসেঞ্জার গাড়ির বাজারে সবচেয়ে পুরনো মডেলগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে মারুতি সুজুকি অল্টো কে১০ (Maruti Suzuki Alto K10)। জনপ্রিয়তার দিক থেকেও এই গাড়ির জুড়ি…

maruti-alto-k10

ভারতের প্যাসেঞ্জার গাড়ির বাজারে সবচেয়ে পুরনো মডেলগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে মারুতি সুজুকি অল্টো কে১০ (Maruti Suzuki Alto K10)। জনপ্রিয়তার দিক থেকেও এই গাড়ির জুড়ি মেলা ভার। এ পর্যন্ত কয়েক কোটি মানুষের পথচলার সঙ্গী হয়েছে। এদিকে অগস্টের দ্বিতীয় সপ্তাহে এসে অল্টো কে১০-এর ব্যবহারকারীদের সতর্ক করল মারুতি সুজুকি (Maruti Suzuki)। সংস্থার পক্ষ থেকে এই গাড়ি নিয়ে রাস্তায় বের হতে কড়াভাবে বারণ করা হয়েছে। কেন শুনবেন?

একটি বিবৃতি প্রকাশ করে মারুতি জানিয়েছে, অল্টো কে১০ হ্যাচব্যাকের গিয়ারবক্সে রয়েছে ত্রুটি। তাই সার্ভিস সেন্টার থেকে যতক্ষণ না সেটি পুরোপুরি মেরামত করে দেওয়া হচ্ছে, গাড়ি রাস্তায় বের করা বিপজ্জনক। অল্টো কে১০-এর এমন ২,৫৫০টি মডেলকে ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। সেইসব মডেলগুলি ‘রিকল’-এর ডাক দিয়েছে সংস্থা। অর্থাৎ সেগুলি বিনামূল্যে সারিয়ে দেওয়া হবে। 

   

জানিয়ে রাখি, এই এবছর এই নিয়ে তৃতীয়বার রিকলের ঘোষণা করল মারুতি সুজুকি (Maruti Suzuki)। মার্চে সংস্থা Baleno ও WagonR-এর ১৫,০০০টি মডেল রিকল করেছিল। আবার গত মাসে রিকলের ডাক পেয়েছিল ৮৭,৬০০টি S-Presso ও Eeco। সংস্থা জানিয়েছে, মারুতি সুজুকি অল্টো কে১০-এ উক্ত ত্রুটি থাকার জেরে চালক রাস্তায় সমস্যার সম্মুখীন হতে পারেন। যদিও মারুতি অল্টো কে১০-এর এই মডেলগুলি কোন বছর নির্মিত হয়েছে, তা জানানো হয়নি। কেবল বলা হয়েছে, সমস্যা থাকতে পারে এমন গাড়ির মালিকদের সঙ্গে সংস্থার আথোরাইজ ডিলারের পক্ষ থেকে যোগাযোগ করা হবে।

মারুতি সুজুকি অল্টো কে১০ ইঞ্জিন, ফিচার্স ও দাম

Alto K10-এ উপলব্ধ রয়েছে একটি ১.০ লিটার K10C পেট্রোল ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৬৭ পিএস শক্তি এবং ৮৯ এনএম টর্ক পাওয়া যায়। এটি ৫-স্পিড এমটি এবং ৫-স্পিড এএমটি গিয়ারবক্স সহ বেছে নেওয়া যায়। এর মাইলেজ প্রতি লিটারে ২৪.৯০ কিলোমিটার। আবার সিএনজি বিকল্পেও বেছে নেওয়া যায়। মডেলটির বর্তমান বাজার মূল্য ৩.৯৯ লক্ষ থেকে শুরু করে ৫.৯৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Maruti Suzuki S-Presso ও Renault Kwid।

মারুতি আল্টো কে১০- এ উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে রয়েছে স্মার্টপ্লে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সমর্থন করে। হ্যাচব্যাকটি রিমোট কি অ্যাক্সেস, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ORVM, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল ইত্যাদি। এটি EBD এর সাথে ABS, ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, স্পিড সেন্সিং ডোর লক ইত্যাদি নিরাপত্তা বৈশিষ্ট্যও উপস্থিত।