টিকিট কাটার আগে সাবধান, এবার বাতিল ২৬টি ট্রেন

আপনিও কি আগামী কয়েক দিনের মধ্যে ট্রেনে ভ্রমণ করার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। কয়েকদিনের মধ্যেই রয়েছে স্বাধীনতা দিবস থেকে শুরু…

indian railways is soon going to introduce new bedrool

আপনিও কি আগামী কয়েক দিনের মধ্যে ট্রেনে ভ্রমণ করার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। কয়েকদিনের মধ্যেই রয়েছে স্বাধীনতা দিবস থেকে শুরু করে রাখীবন্ধন, জন্মাষ্টমীর মতো বিশেষ দিন। কিন্তু এসবের মধ্যেই এক ধাক্কায় বহু ট্রেন বাতিল (Train Cancelled) করে দিল রেল।

সাম্প্রতিক সময়ের রেলওয়ের বিভিন্ন বিভাগে নির্মাণ কাজের কারণে দূরপাল্লার ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। এ কারণে নির্ধারিত সময় থেকে ঘণ্টাখানেক দেরিতে পৌঁছাচ্ছিল ট্রেনগুলি। আর এই নিয়ে যাত্রীদের ক্ষোভে শেষ নেই। কিন্তু এখন এই সমস্যা আরও বাড়তে চলেছে। বিভিন্ন তারিখে ২৬টি ট্রেন বাতিল করেছে রেল। সাহনেওয়ালের কাছে নির্মাণ কাজের পরিপ্রেক্ষিতে রেলওয়ে ট্র্যাক ব্লকের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেল।

   

শান-ই-পাঞ্জাব, পাঠানকোট-নয়াদিল্লি, চণ্ডীগড় এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে যেগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ২২টি ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হবে এবং তিনটি ট্রেন স্বল্প মেয়াদে চালানো হবে। জেনে নিন কোন কোন ট্রেন কত তারিখে বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১২৪১১ চণ্ডীগড়-অমৃতসর ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১৪৫০৫ অমৃতসর-নাঙ্গল ড্যাম ১৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বাতিল থাকবে।

ট্রেন নম্বর ২২৪৩০ পাঠানকোট-দিল্লি জংশন ১৬,২৩ আগস্ট বাতিল থাকবে।

ট্রেন নম্বর ২২৪২৯ দিল্লি জংশন-পাঠানকোট ১৫, ২২ আগস্ট বাতিল থাকবে।

ট্রেন নম্বর ০৪৬৫২ অমৃতসর-জয়নগর ১৪, ১৬, ১৮, ২১, ২৩, ২৫ আগস্ট বাতিল থাকবে।

ট্রেন নম্বর ০৪৬৫১ জয়নগর-অমৃতসর আগামী ১৬, ১৮, ২০, ২৩, ২৫, ২৭ আগস্ট বাতিল থাকবে।

ট্রেন নম্বর ০৪৬৫৪ অমৃতসর-নিউ জলপাইগুড়ি ১৪, ২১ আগস্ট বাতিল থাকবে।
ট্রেন নম্বর ০৪৬৫৩ নিউ জলপাইগুড়ি-অমৃতসর ১৬,২৩ আগস্ট বাতিল থাকবে।
ট্রেন নম্বর ১২৪৯৭ অমৃতসর-নয়াদিল্লি ২০ থেকে ২৬ আগস্ট বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১২৪৯৮ নয়াদিল্লি-অমৃতসর ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নম্বর ১২২৪২ অমৃতসর চণ্ডীগড় ২৪ থেকে ২৭ আগস্ট বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১২২৪১ চণ্ডীগড় অমৃতসর ২৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নম্বর ১২৪১২ অমৃতসর চণ্ডীগড় ২৪ থেকে ২৬ আগস্ট বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১৪৫০৬ নাঙ্গল ড্যাম অমৃতসর ১৪ থেকে ২৬ আগস্ট বাতিল থাকবে।
ট্রেন নম্বর ১৪৫০৩ কালকা-শ্রী মাতা বৈষ্ণো দেবী ২৩ আগস্ট বাতিল থাকবে।

ট্রেন নম্বর ১৪৫০৪ মাতা বৈষ্ণো দেবী কালকা ২৪ আগস্ট বাতিল থাকবে।

ট্রেন নম্বর ০৪৬৯০-০৪৬৮৯ জলন্ধর সিটি আম্বালা ক্যান্ট ২৪ থেকে ২৬ আগস্ট বাতিল থাকবে।