Indian Football Team: আজ কিরঘিজ রিপাবলিকের মুখোমুখি সুনীল ব্রিগেড

1449
Sunil Chhetri leading Indian Football Team in a match

চলতি মাসের মাঝামাঝিতে শেষ হয়েছে এবারের আইএসএল। কিন্তুু তারপরেও বিরাম নেই। ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পরেই গত ২২ তারিখ থেকে শুরু হয়েছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। যেখানে ভারতীয় দলের (Indian Football Team) পাশাপাশি অংশ নিয়েছে মায়ানমার ও কিরঘিজ রিপাবলিকের (Kyrgyz Republic) মতো দেশ।

প্রতিটি ম্যাচই আয়োজিত হচ্ছে ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে। সেই প্রথম ম্যাচে ১ গোলের ব্যবধানে মায়ানমার কে পরাজিত করেছে ভারত। এবার সামনে কিরঘিজ। আজ সন্ধ্যা ৬টা নাগাদ সেই খুমান লাম্পাকে মুখোমুখি হতে চলেছে দুই পক্ষ।

সেইমতো নিজেদের একাদশ সাজাচ্ছে ভারত। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তারকা ফুটবলার সাহাল আব্দুল সামাদ। আজকের ম্যাচে তার খেলা প্রায় অনেকটাই নিশ্চিত। এছাড়াও দলে থাকতে পারেন এবারের আইএসএলে দাপিয়ে খেলা জামশেদপুর এফসির ফুটবলার ঋত্বিক দাস। তবে মনবীর বা প্রীতমদের রাখা হবে কিনা তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।

অন্যদিকে মায়ানমার ম্যাচে গোলের সুযোগ হাতছাড়া করলেও আজকের ম্যাচে গোল পেতে মরিয়া সুনীল ছেত্রী। সেকথা আগেই জানিয়েছিলেন ভারত অধিনায়ক। মায়ানমার ম্যাচ নিয়ে তিনিবলেছিলেন, গোলের খিদে আমার বরাবর, পরের ম্যাচে গোল করতে চাই। তবে পেনাল্টি বা গোল বাতিল ম্যাচের অঙ্গ।

তবে পুরোনো ম্যাচ নিয়ে না ভেবে বরং আগামীর দিকে ফোকাস করতে চাই। যারফলে, আজ তার আক্রমণের ধার বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। উল্টো দিকে যথেষ্ট গতিশীল ফুটবল খেলতে চাইবে কিরঘিজ তারকারা। শেষ পর্যন্ত কাদের জয় হবে, তা জানা যাবে ম্যাচের পর।