ISL 2022: প্রকাশিত হয়েছে আইএসএলের সেরা একাদশ, ঠাঁই পেলেন বাংলার এক ফুটবলার!

512
vishal kaith and pritam kotal

কয়েকদিন আগেই শেষ হয়েছে এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। যেখানে প্রতিটা মুহুর্তে অঘটনের সাক্ষী থেকেছে ফুটবলপ্রেমীরা। লিগ টেবিলের নিচের দিকে অবস্থান করা সত্ত্বেও যেমন বেঙ্গালুরু এফসি কে দুটি লেগে পরাজিত করেছিল ইমামি ইস্টবেঙ্গল। ঠিক তেমনই লিগ টেবিলে সবার শেষে থেকে ও এটিকে মোহনবাগানের মতো দল কে হারিয়েছে নর্থইস্ট ইউনাইটেডের মতো দল।

যা চমকে দিয়েছে সবাই কে। তবে শেষ পর্যন্ত বহু নাটকীয় মুহুর্তের অবসান ঘটিয়ে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান। সেই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থেকেছে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম। মরশুম শেষ হতেই এবার প্রকাশিত হল আইএসএলের সেরা একাদশ।

অদ্ভুতভাবে সেখানে ঠাঁই পেল, বাংলার মাত্র এক ফুটবলার ও এটিকে মোহনবাগানের দুই ফুটবলার। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। আইএসএলের এই সেরা একাদশ অনুসারে রয়েছেন এবারের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক বিশাল কাইথ। এছাড়াও বাংলা থেকে রয়েছেন অধিনায়ক প্রীতম কোটাল। যিনি দলের সেন্ট্রাল ডিফেন্সের দায়িত্ব সামলান। তবে সব থেকে বেশি ফুটবলার রয়েছে মুম্বাই সিটি এফসির। রাহুল ভেকে থেকে শুরু করে সেন্ট্রাল মিডফিল্ডের আপুইয়া ও নিজের স্থান করে নিয়েছেন এই একাদশে।

পাশাপাশি উইংয়ে রয়েছেন ছাংতে ও মিডফিল্ডে দলের অন্যতম ভরসা তথা বিপক্ষের ত্রাস গ্ৰগ স্টুয়ার্ট। অপরদিকে এবারের আইএসএলের রানার্স দল বেঙ্গালুরু এফসি থেকে সুনীল – প্রবীররা দলে সুযোগ না পেলেও নিজের স্থান করে নিয়েছেন সুরেশ। সেইসাথে গতবারের বিজয়ী হায়দরাবাদ এফসি থেকে রয়েছেন দুই ফুটবলার যথাক্রমে ডিফেন্ডার ওনাইন্ডিয়া ও লেফট ব্যাক আকাশ মিশ্রা। সেই সাথে এফসি গোয়া থেকে রয়েছেন দুজন। যথাক্রমে গোল্ডেন বুট জয়ী তারকা দিয়াগো মৌরিস ও তারকা ফুটবলার নোয়া।