ISL: এবার কি অবনমন চালু হবে আইএসএলে? ইঙ্গিত আইএফএ সভাপতির

বিগত কয়েকবছর ধরেই অনবনম প্রক্রিয়া চালু হওয়ার কথা শোনা যাচ্ছিল ইন্ডিয়ান সুপার লিগে (ISL)। এই প্রসঙ্গে এফসির তরফ থেকে আইএফএ’র সঙ্গে একপ্রস্থ আলোচনা করা হলেও চূড়ান্ত কোনও পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।

Kalyan Chaubey ISL

বিগত কয়েকবছর ধরেই অনবনম প্রক্রিয়া চালু হওয়ার কথা শোনা যাচ্ছিল ইন্ডিয়ান সুপার লিগে (ISL)। এই প্রসঙ্গে এফসির তরফ থেকে আইএফএ’র সঙ্গে একপ্রস্থ আলোচনা করা হলেও চূড়ান্ত কোনও পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। যা নিয়ে কম বিতর্ক দেখা দেয়নি ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে। তবে এবার ফের সেই প্রসঙ্গ তুলে ধরলেন আইএফএ সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। আগামী বছর থেকে আইএসএলে অবনমন প্রক্রিয়া চালু হওয়ার প্রস্তাব রাখলেন তিনি।

দিনকয়েক আগেই গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর আইএফএ সভাপতি বলেছিলেন, প্রায় নয় বছর বয়স হতে চলেছে এই ফূটবল লিগের। শুরু থেকেই সকলের জন্য দরজা খুলে দেওয়া উচিত ছিল। কিন্তু আদতে তা সম্ভব হয়ে ওঠেনি। যার ফলে নির্দিষ্ট কিছু দল আইএসএলে খেলার সুযোগ পাচ্ছে। তাই অবনমন প্রক্রিয়া চালু না করা হলে কোনও প্রতিযোগিতার মান উচ্চতর করা সম্ভব নয়। তাই কীভাবে ভারতের অন্যতম জনপ্রিয় এই লিগ কে সকলের জন্য ওপেন লিগে পরিনত করা যায়, সেই বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, অনেক সময় টুর্নামেন্টের দল গুলি খেলার উৎসাহ হারিয়ে ফেলে। তাই বর্তমান পদ্ধতি চলতে থাকলে আইএসএলের মানোন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে ওপেন লিগ শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই কিভাবে আইএসএলের মতো টুর্নামেন্ট কে ওপেন লিগে পরিনত করা যাবে সেই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করতে হবে। যারফলে আগামী মরশুম থেকেই যে আইএসএলে অবনমন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল তা বলাই চলে।

গত ২০১৪ সাল থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। যেখানে প্রতিটি ফ্রাঞ্চাইজির লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। তবে এবার নতুন প্রক্রিয়া চালু হলে, চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি অবনমন বাঁচানোর কথা ও ভাবতে হবে সকলকে। যারফলে, পরবর্তী মরশুমে কোনও দল নির্ধারিত সীমার থেকে কম পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে থাকলে তার পরের বছর সেই দলকে আইলিগ খেলতে হবে। আবারও আইলিগের বিজয়ী দল সরাসরি সুযোগ পাবে আইএসএলে। উল্লেখ্য, এবারের আইলিগ বিজয়ী হয়েছে রাউন্ডগ্লাস পাঞ্জাব। সেই সুবাদে এফএসডিএলের বেশ কিছু শর্তের মাধ্যমে আগামী মরশুমে আইএসএল খেলার সুযোগ পাবে পাঞ্জাব।