Mohun Bagan SG: আইএসএল জয়ে মোহনবাগানকে বিরাট অঙ্কের অর্থ অনুদান মুখ্যমন্ত্রীর

গত শনিবার বেঙ্গালুরু এফসি কে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan SG)। যা নিয়ে উন্মাদনা তুঙ্গে গোটা শহর জুড়ে।

Mohun Bagan SG

গত শনিবার বেঙ্গালুরু এফসি কে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan SG)। যা নিয়ে উন্মাদনা তুঙ্গে গোটা শহর জুড়ে। খেলোয়াড়দের শহরে ফেরার পর তাদের সম্বর্ধনা প্রদানের কথা জানা গিয়েছিল খোঁদ মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সেইমতো আজ বেলায় সবুজ-মেরুন তাঁবুতে এসে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই তিনি মোহনবাগান দলের জন্য ৫০ লক্ষ টাকা অনুদানের কথা ঘোষণা করেন। জানা গিয়েছে, ক্লাবের উন্নতির স্বার্থে এই অর্থ প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকার।

এদিন সবুজ-মেরুন তাঁবুতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের বছর আমি এখানে এসেছিলাম। ক্লাবটা আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে। বাংলার তিন প্রধানেই যথেষ্ট উন্নতি হয়েছে। আমি আজ কে সমর্থকদের মিষ্টি মুখ করার জন্য ও ক্লাবের উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ৫০ লক্ষ টাকা দিচ্ছি।

   

পাশাপাশি মোহনবাগানের নামের শুরু থেকে “এটিকে” উঠে যাওয়া কে সাধুবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেও মন থেকে এটাই চেয়েছিলেন বলেই জানা যায়। পাশাপাশি তিনি আরও বলেন, এটিকে শুনতে খুব একটা ভালো লাগে না। মোহনবাগান লাখ লাখ মানুষের একটা আবেগ। আইএসএল জিতে বাংলা আজ ভারত সেরা হয়েছে। মোহনবাগান আজ ভারত সেরা হয়েছে। যা নিয়ে আমরা সকলেই অত্যন্ত গর্বিত।