HomeWest BengalNorth BengalSagardighi Effect: সাগরদিঘিতে শাসকের পরাজয়, মালদায় তৃণমূল ছাড়ার হিড়িক

Sagardighi Effect: সাগরদিঘিতে শাসকের পরাজয়, মালদায় তৃণমূল ছাড়ার হিড়িক

'সাগরদিঘি এফেক্ট' নিয়ে সরগরম মুর্শিদাবাদ ও মালদা সহ সংখ্যালঘু অধ্যুষিত দুই ২৪ পরগনা, উত্তর দিনাজপুর ও বীরভূম, হুগলি। এবার মালদায় শুরু হলো তৃ়ণমূল ত্যাগ। শতাধিক তৃণমূল কংগ্রেস সমর্থক ও কর্মী দলত্যাগ করে কংগ্রেস শিবিরে যোগ দিয়েছেন।

- Advertisement -

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে সংগঠন চাঙ্গা করতে বার্তা দিয়েছেন তৃ়ণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘু ভোট শাসকদল (TMC) থেকে মুখ ঘোরাচ্ছে এমন রিপোর্ট পেয়েই মুর্শিদাবাদ ও মালদার মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিশেষ নজর মুখ্যমন্ত্রীর। এবার তৃণমূলকে চিন্তায় ফেলে মালদায় শুরু দনত্যাগ। জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন ‘সাগরদিঘি এফেক্ট’ (Sagardighi Effect) দেখা যাচ্ছে।

মালদার প্রতিবেশি জেলা মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে সম্প্রতি উপনির্বাচনে তৃ়ণমূল পরাজিত হয়। এই পরাজয় মানতে পারেননি মমতা। সূত্রের খবর, জেলার দলীয় নেতাদের দলনেত্রীর ধমক খেতে হয়।

Advertisements

তবে ‘সাগরদিঘি এফেক্ট’ নিয়ে সরগরম মুর্শিদাবাদ ও মালদা সহ সংখ্যালঘু অধ্যুষিত দুই ২৪ পরগনা, উত্তর দিনাজপুর ও বীরভূম, হুগলি। এবার মালদায় শুরু হলো তৃ়ণমূল ত্যাগ।

মালদার চাঁচল-১ নং ব্লকে শতাধিক তৃণমূল কংগ্রেস সমর্থক ও কর্মী দলত্যাগ করে কংগ্রেস শিবিরে যোগ দিয়েছেন। সোমবার রাতে চাঁচলের খরবা ও মতিহারপুর অঞ্চলে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়।ব্লক কংগ্রেস সভাপতি আঞ্জারুল হকের উপস্থিতিতে স্থানীয় তৃ়নমূল কংগ্রেস নেতা কর্মীরা দল পাল্টে নেন।

দলত্যাগ করে তৃণমূলের অঞ্চল ও ব্লক নেতৃত্বের উপর ক্ষোভে ফেটে পড়েন সদ্য কংগ্রেসে যোগদানকারীরা। অভিযোগ, টাকা নিয়ে প্রার্থী করছে তৃণমূল নেতারা। দলে দলে তৃণমূল ছাড়ার হিড়িকে জেলা সরগরম।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ