HomeSports NewsTransfer News: বেঙ্গালুরু ছাড়লেন এই ব্রাজিলিয়ান তারকা, কোথায় খেলবেন তিনি?

Transfer News: বেঙ্গালুরু ছাড়লেন এই ব্রাজিলিয়ান তারকা, কোথায় খেলবেন তিনি?

- Advertisement -

Transfer News: আসন্ন আইএসএল মরশুমের জন্য দল গঠনের কাজে নেমে পড়েছে প্রত্যেকটি দল। এক্ষেত্রে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া আগে থেকে সক্রিয় হয়ে উঠলেও ধীরে ধীরে আসরে নামে ওডিশা থেকে শুরু করে চেন্নাই, নর্থইস্ট ও কেরালার মতো দল। পিছিয়ে নেই কলকাতার দুই প্রধান। তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সবার প্রথমে হায়দরাবাদ এফসির তারকা ফুটবলার রোহিত দানুকে সই করিয়ে বড়সড় চমক দেয় জিন্দালের বেঙ্গালুরু। তবে সময় এগোনোর সাথে সাথে ঘর ভাঙতে শুরু করে সুনীল ছেত্রীদের।

দিনকয়েক আগেই বেঙ্গালুরু দলের তারকা ফুটবলার প্রীতম কোটালকে ছিনিয়ে নেয় তাদের প্রতিপক্ষ কেরালা। যা এক কথায় বড়সড় চমক। জানা গিয়েছিল, বেঙ্গালুরু এফসির থেকে অপেক্ষাকৃত অধিক অর্থের বিনিময়ে তাকে প্রস্তাব দিয়েছিল ইভান ভুকোমানোভিচের দল। তাতেই এক কথায় রাজি হয়ে যান এই বাঙালি ফুটবলার।

Advertisements

পূর্বে এটিকে, এটিকে মোহনবাগান ও শেষ মরশুমে বেঙ্গালুরু এফসিতে খেলার পর এবার দীর্ঘমেয়াদি চুক্তিতে কেরালার সঙ্গে যুক্ত হলেন প্রবীর। তবে সেখানেই শেষ নয়। বেঙ্গালুরু ছেড়েছেন প্রবীরের প্রিয় বন্ধু রয়কৃষ্ণা। বর্তমানে হিরো ইন্ডিয়ান সুপার লিগ কে বিদায় জানিয়ে অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কথা শোনা গিয়েছে তার এজেন্টের তরফে। যদিও সেটি এখনো চূড়ান্ত নয়।

সেইসবের মাঝেই এবার এই আইএসএল জয়ী দল ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা ব্রুনো র‍্যামিরেস। বলাবাহুল্য, গত মরশুমে বেঙ্গালুরু দলের হয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই তারকা। বলা যায় তার উপর ভরসা করেই মিডফিল্ড থেকে আক্রমণ শানিয়ে ছিল সুনীল ছেত্রী ও শিবশক্তিরা। তবে রয়কৃষ্ণার পাশাপাশি এবার বেঙ্গালুরু ছাড়লেন এই তারকা ফুটবলার। এবার কোথায় খেলবেন ব্রুনো? বিশেষ সূত্র মারফত খবর, বর্তমানে ভারত ছাড়ার কথা ভাবলেও আইএসএলের ক্লাব গুলির প্রস্তাব খতিয়ে দেখেই নাকি সিদ্ধান্ত নেবেন তিনি।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ