জাতীয় সঙ্গীত বিতর্কে যুবভারতীতে বিশেষ প্রতিনিধি দল

ঘটনার সূত্রপাত এশিয়ান কোয়ালিফায়ার্সে ভারত কম্বোডিয়া ম্যাচে। ঠিক ম্যাচ শুরুর আগে দুই দলের ফুটবলাররা যখন জাতীয় সঙ্গীতের (national anthem) জন্য মাঠে দাঁডিয়ে তখনই ঘটনাটি ঘটে।…

National anthem delay at India vs Cambodia match

ঘটনার সূত্রপাত এশিয়ান কোয়ালিফায়ার্সে ভারত কম্বোডিয়া ম্যাচে। ঠিক ম্যাচ শুরুর আগে দুই দলের ফুটবলাররা যখন জাতীয় সঙ্গীতের (national anthem) জন্য মাঠে দাঁডিয়ে তখনই ঘটনাটি ঘটে। প্রথমে ভারতের জাতীয় সঙ্গীত হয়ে গেলেও কম্বোডিয়ার ক্ষেত্রে বেশ কিছুক্ষণ বিলম্ব হয়। মাঠেই দাঁড়িয়ে থাকেন কম্বোডিয়ার ফুটবলররা। কোনও রকমে ইউটিউবে জাতীয় সঙ্গীত চালিয়ে পরিস্থিতি সামাল দেন আয়োজকরা।

ঠিক কী হয়েছিল সেদিন। সর্বভারতীয় ফুটবল সংস্থা সূত্রে খবর, কম্বোডিয়ার যে প্রতিনিধির কাছে ফাইলিটি ছিল তিনি নাকি তা হারিয়ে ফেলেছিলেন। যে কারনে ইউটিউব দিয়ে ড্যামেজ কন্ট্রোল করা হয়।

   

এবার সেই ঘটনার তদন্তে শনিবার কলকাতায় এলেন এআইএফএফ এর তিন সদস্যের প্রতিনিধ দল। যারা সুপ্রিম কোর্টের নির্দেশে এই মুহূর্তে এআইএফএফ’এর দায়িত্ব সামলাচ্ছেন। ঘটনাটি যে মোটেই ভালো ভাবে নিচ্ছে না এআইএফএফ, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, ভারতীয় ফুটবল সংস্থার প্রতিনিধি দলের সদস্য আয়োজকদের সঙ্গে এই বিষয়ে কথাও বলতে পারেন। এমনকী কম্বোডিয়ার যে প্রতিনিধির কাছে ফাইলটি ছিল, তাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর। ঘটনাটি এফসির কানেও পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর তিন সদস্যের কমিটি এবং সেই ম্যাচের কমিশনার এফসির কাছে রিপোর্ট জমা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।