Souvik Chakrabarti: তিন বছরের চুক্তিতে সৌভিক যোগ দিলেন ইস্টবেঙ্গলে

তিন বছরের চুক্তিতে সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) যোগ দিলেন ইস্টবেঙ্গলে। এমনটাই জানা গেছে সূত্রের মারফত।ইতিমধ্যে তার মেডিকেল হয়ে গেছে৷ দীর্ঘদিন ইস্টবেঙ্গলের সাথে নাম জড়িয়েছিলো সৌভিকের…

Souvik Chakrabarti

তিন বছরের চুক্তিতে সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) যোগ দিলেন ইস্টবেঙ্গলে। এমনটাই জানা গেছে সূত্রের মারফত।ইতিমধ্যে তার মেডিকেল হয়ে গেছে৷ দীর্ঘদিন ইস্টবেঙ্গলের সাথে নাম জড়িয়েছিলো সৌভিকের ।এবার সেই জল্পনা খাতা – কলমের মুখ দেখলো।এর মধ্যে দিয়ে কলকাতার দুই প্রধান ক্লাবে খেলা হয়ে গেলো সংশ্লিষ্ট ফুটবলারের।

আরও পড়ুন: Emami East Bengal : বাংলায় আমাদের জন্ম, বাংলার আবেগ আমরা বুঝি: আদিত্য আগরওয়াল

   

মোহনবাগানের হয়ে কেরিয়ার শুরু সৌভিকের।খেলেছিলেন কলকাতার ক্লাব ইউনাইটেড এসসি’তে। একবছর এয়ার ইন্ডিয়া’তেও। পরবর্তী সময়ে লোনে যোগদান করেন দিল্লি ডায়নামোসে।২০১৭ সালে আসেন জামশেদপুরে।একবছর সেখানে খেলার পর পরের বছর মুম্বই সিটি’তে।

আরও পড়ুন: CID: কলকাতায় উদ্ধার লক্ষ লক্ষ কালো টাকা, সরকার ফেলতে বিজেপির টোপ ‘স্বীকারোক্তি’

একটা সময় রাইটব‍্যাক হিসেবে খেললেও পরবর্তী সময়ে যখন তিনি হায়দ্রাবাদ এফসি’তে এলেন তখন কোচ মানালো ডিয়াজ তাকে খেলালেন সেন্ট্রাল মিডফিল্ডে।

আরও পড়ুন: ‘জুতো টাকে লাগলে শান্তি পেতাম’, শুভ্রাকে সোশ্যাল মিডিয়া বলছে ‘চটি দিদি সেলাম’ !

গত মরশুমে সৌভিক ১৬ টা ম‍্যাচ খেলেন ইন্ডিয়ান সুপার লিগে।দুটো গোল করার সুযোগ তৈরী করেছিলেন।এখনও অবধি কেরিয়ারে মোট ২১৩ টা ম‍্যাচ খেলেছিলেন এই ফুটবলার।তার নামের পাশে আছে ৩ টি গোল এবং ৩ টি অ্যাসিস্ট।