‘জুতো টাকে লাগলে শান্তি পেতাম’, শুভ্রাকে সোশ্যাল মিডিয়া বলছে ‘চটি দিদি সেলাম’ !

এক পলকে বলি-টলিকে কুপোকাত করলেন ছাপোষা গৃহবধু শুভ্রা ঘোড়ুই। তাঁকে নিযে সার্চিং তুঙ্গে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইন্স্টাগ্রাম, ইউটিউব সহ অন্যান্য সমাজিক মাধ্যমে গোটা দুনিয়া জুড়ে…

এক পলকে বলি-টলিকে কুপোকাত করলেন ছাপোষা গৃহবধু শুভ্রা ঘোড়ুই। তাঁকে নিযে সার্চিং তুঙ্গে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইন্স্টাগ্রাম, ইউটিউব সহ অন্যান্য সমাজিক মাধ্যমে গোটা দুনিয়া জুড়ে আলোচনা শুভ্রার ভূমিকা। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দুবার জুতো ছুঁড়ে মেরেছেন। তবে দুবারই সেটা ফস্কে গেছে।

জোকা ইএসআই হাসপাতালে এসএসসি দুর্নীতির তদন্তে কোটি কোটি কালো টাকা ও বিপুল সোনা সহ ধৃত পার্থ ও তার বান্ধবী অর্পিতাকে নিয়মমাফিক চিকিৎসা করাতে এনেছিল ইডি। বাইরে দীর্ঘ সময় গরমে দাঁড়িয়ে অন্যান্য রোগীদের আত্মীয়রা। কেউ এসেছেন আউটডোরে। এদেরই একজন শুভ্রা ঘোড়ুই। তিনি ক্ষোভ দেখিয়ে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুঁড়ে মারলেন। গাড়িতে থাকার কারণে জুতো লাগেনি।

শুভ্রার আক্ষেপ, জুতোটা টাকে লাগলে শান্তি পেতাম। এসএসসি দুর্নীতির জেরে বিপুল কালো টাকা উদ্ধারে তিনি যে কতটা ক্ষুব্ধ তা জানিয়েছেন। জুতো ফস্কে যাওয়ায় আক্ষেপ করেছেন।

তবে শুভ্রা হয়েছেন হিট। তাঁবু নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা ‘চটি দিদি সেলাম’। নেটিজেনরা চটি পরা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন। কারন, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন মমতা সরকারের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচবি। চাপের মুখে দুই পদ থেকে তাকে সরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, অর্পিতা ঠিক কী ইঙ্গিত করতে চাইছেন। ইডি চালাচ্ছে অভিযান: 

SSC Scam: আমার অনুপস্থিতিতে টাকা রাখা হয়েছিল, বিস্ফোরক অর্পিতা

দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা শুভ্রা ঘোড়ুই। তিনি নিতান্তই ছাপোষা গৃহবধু। তবে তাঁর ভূমিকায় তীব্র শোরগোল পড়েছে।