Dengue: শারদোৎসবের আগে ভয়াবহ হবে ডেঙ্গু , সর্তকতা দিল স্বাস্থ্য মন্ত্রক

রাজ্য জুড়ে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ। বেড়েই চলেছে মৃত্যু মিছিল। সরকারি মতে সংখ্যা ৩ হলেও বেসরকারি মতে তা ৪৭ জন। ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে…

রাজ্য জুড়ে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ। বেড়েই চলেছে মৃত্যু মিছিল। সরকারি মতে সংখ্যা ৩ হলেও বেসরকারি মতে তা ৪৭ জন। ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ তৃণমূল সরকার এমনই অভিযোগ বিরোধীদের।

ডেঙ্গু নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরকে সতর্ক করে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যেখানে বলা হয়েছে আগামী তিন সপ্তাহে আরও বাড়বে ডেঙ্গু সংক্রমণ। নভেম্বর পর্যন্ত ডেঙ্গু প্রকোপ থাকবে। সে ক্ষেত্রে রোগীর সংখ্যা বাড়লে যেন তৈরি থাকে হাসপাতাল গুলি। পর্যাপ্ত টেস্ট কিট রাখতে হবে। ডেঙ্গু হটস্পট চিহ্নিত করতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বনিক জানিয়েছেন, ” আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে শিখি। গত বছরের নিরিখে আগামী তিন চার সপ্তাহ সম্ভাবনা আছে আক্রান্তের সংখ্যা বাড়ার। সেক্ষেত্রে সর্বস্তরের সর্তকতা মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে”।

অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর শনিবার দুপুরে মশা বাহিত রোগের পরিস্থিতি নিয়ে নবান্নে পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যসচিব। তাতে স্বাস্থ্য দফতরের একাংশ ছাড়াও অংশ নেন বিভিন্ন জেলার প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা।

সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ৪ সপ্তাহ কীভাবে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য দফতরের টিম পাঠানো হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের সঠিক চিকিৎসা করা হচ্ছে কিনা সে বিষয়ে তারা খতিয়ে দেখছে।

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, সকাল সাড়ে নটার মধ্যে চিকিৎসকদের আউটডোরে পৌঁছাতে হবে। স্বাস্থ্য দফতরের দাবি, অনেক ক্ষেত্রে চিকিৎসাধীন রোগীদের তথ্য ঠিক মত লেখা হচ্ছে না। তাই নজরদারিতে সমস্যা হচ্ছে। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট হাসপাতালে ভর্তি রোগী আউটডোরের রোগীদের যেন ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া যায়। সে ক্ষেত্রে নজর রাখতে বলেছে স্বাস্থ্য দফতর।