ঐতিহাসিক গুরুত্ব বিচারে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপির

রবিবারই নতুন ৭টি নতুন জেলার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ ভেঙে আরও দুই জেলার নাম ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা…

রবিবারই নতুন ৭টি নতুন জেলার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ ভেঙে আরও দুই জেলার নাম ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধীরা। এরই মাঝে এবার মুর্শিদাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি উঠল বিজেপির তরফে।

মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরি শঙ্কর ঘোষ একটি লম্বা চওড়া ফেসবুক পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘মুর্শিদাবাদ জেলাকে বিভক্ত করে মুর্শিদাবাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে, মুর্শিদাবাদ ” নামে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে আমাদের অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের হৃত গৌরব আমাদের ফিরিয়ে দেওয়ার জন্য, মাননীয়া রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে আবেদন জানালাম।’

প্রসঙ্গত, মুর্শিদাবাদ নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ শানিয়েছেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মুর্শিদাবাদ জেলা ভাঙতে পারেন, কিন্তু মুর্শিদাবাদ জেলার নামটা, তার অস্তিত্বকে কেউ মুছে দিতে পারেন না। এ মুর্শিদাবাদ তথা বাংলার মানুষ কোনওদিন মেনে নেবে না, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতদূর যেতে হয় আমরা যাব।’