Jordan Murray: এই অস্ট্রেলিয়ার তারকা ফুটবলারকে ছেড়ে দিল Jamshedpur FC

গত মরশুমে জামশেদপুরের (Jamshedpur FC ) হয়ে আইএসএল খেলা ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার স্ট্রাইকার জর্ডান মারে’কে (Jordan Murray) ছেড়ে দিল জামশেদপুর।  অস্ট্রেলিয়ার এই ফুটবলার গত…

Jamshedpur FC announce the departure of Australian forward Jordan Murray

গত মরশুমে জামশেদপুরের (Jamshedpur FC ) হয়ে আইএসএল খেলা ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার স্ট্রাইকার জর্ডান মারে’কে (Jordan Murray) ছেড়ে দিল জামশেদপুর।  অস্ট্রেলিয়ার এই ফুটবলার গত মরশুমে ১৪ টা ম‍্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন জামশেদপুরের হয়ে৷ তাতে করেছিলেন ৪ টি গোল। এর আগের মরশুমে কেরালা ব্লাস্টার্সে খেলেছিলেন তিনি। ২০২০-২০২১ মরশুমে কেরালার হয়ে ১৯ ম‍্যাচ খেলে করেছিলেন ৭ টি গোল।

আরও পড়ুন: East Bengal : দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন জবি জাস্টিন

এদিকে,আসন্ন আইএসএলে জামশেদপুরেই খেলবেন এলি সাবিয়া। ২০২৩ অবধি তার সাথে চুক্তি বাড়ালো ক্লাব। জামশেদপুরের সাথে নতুন চুক্তি মেটার পর সাবিয়া বলেছেন, ” জামশেদপুর ক্লাব হিসেবে খুব বড় স্বপ্ন লালন করছে দেখেছি। আমরা গত মরশুমে ‘চ‍্যাম্পিয়ান্স অফ ইন্ডিয়া’ হয়েছি। এবার ফের আরেকবার টাইটেল ডিফেন্ড করার লক্ষ‍্য নিয়ে নামবো। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে আরও বেশি পরিমাণে রেকর্ড গড়াটাই অন‍্যতম লক্ষ‍্য আমার। হেড কোচের সাথে কাজ করার জন্যে ভীষণ ভাবে মুখিয়ে আছি।”

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিস্ফোরক তথ্য অমিতের হাতে দিলেন শুভেন্দু

২০২১-২২ মরশুম শুরু’র আগে এই দীর্ঘকায় ফুটবলার যোগ দিয়েছিলেন জামশেদপুরে। মেন অফ স্টিলের যে স্কোয়াড আইএসএল শিল্ড জিতেছিলো সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পিটার হার্টলের সাথে তার রক্ষন ভাগের ফুটবল দারুণ প্রশংসিত হয়েছিল। ক্লাবে ‘দ‍্য মাউন্টেন’ নামে পরিচিত ছিলেন তিনি।