Emami East Bengal : বাংলায় আমাদের জন্ম, বাংলার আবেগ আমরা বুঝি: আদিত্য আগরওয়াল

আজ সেই বহু প্রতীক্ষিত দিন। ওবেরয় গ্রান্ড হোটেলে গ্র্যান্ড ঘোষণা ইস্টবেঙ্গল ও ইমামির। (Emami East Bengal) নতুনের ডাকে সাড়া দিয়েছে এক নতুন পথ চলার অঙ্গীকার।…

Emami East Bengal logo on a red and yellow background.

আজ সেই বহু প্রতীক্ষিত দিন। ওবেরয় গ্রান্ড হোটেলে গ্র্যান্ড ঘোষণা ইস্টবেঙ্গল ও ইমামির। (Emami East Bengal) নতুনের ডাকে সাড়া দিয়েছে এক নতুন পথ চলার অঙ্গীকার। আগাম দিনে কী হবে, না হবে সেটা সময় বলবে। মঙ্গলবারের অনুষ্ঠান মঞ্চ থেকে স্রেফ শব্দের জাদুতে মন জয় করলেন ইমামি কর্ণধার আদিত্য আগরওয়াল।

আরও পড়ুন: Aniket Yadav: অনিকেতকে দলে নিতে মোটা অংকের ট্রান্সফার ফি দিতে হচ্ছে ইস্টবেঙ্গলকে

আদিত্য আগারওয়াল বলেছেন, “আমাদের কোম্পানির জন্ম এই রাজ্যের মাটিতে। এই বাংলায়। আমরা বুঝি এখানকার মানুষের আবেগ। ভালো, মজবুত দল গঠন করার জন্য আমাদের কিছুটা সময় লাগবে। তবে আমরা যে করে দেখাবোই, সেটা বলতে পারি। বাংলার ঐতিহ্যের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার এই সুযোগ গর্বের বিষয়।”

আরও পড়ুন: East Bengal : দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন জবি জাস্টিন

“আপনারা জানেন আমরা ইতিমধ্যে স্টিফেন কনস্টান্টাইনকে কোচ হিসেবে নিয়োগ করেছি। উনি ভারতের জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। উনি ভারতীয় কালচারকে বোঝেন, জানেন ভারতীয় ফুটবলারদের কী দরকার। এটা একটা ভালো সিদ্ধান্ত”, আগারওয়াল বলেছেন।

আরও পড়ুন: Bright Enobakhare: আইনি সমস্যা কাটিয়ে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন ব্রাইট

“ধৈর্য্য ধরুন, আমাদের সঙ্গে থাকুন। অল্প সময়ের মধ্যে আমরা বুঝিয়ে দিয়েছে যে ভালো দলও গড়াই আমাদের লক্ষ্য। বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে এখনও কথাবার্তা চলছে। ভারতীয় ফুটবল কতোটা বিস্তৃত সেটা আমরা বুঝি। ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর।”