VP Suhair: ইস্টবেঙ্গলে খেলতে কলকাতা শহরে ভি পি সুহের

ইস্টবেঙ্গলের সাথে চুক্তি সম্পর্কে যাবতীয় কথা পাকা হয়ে গেছে ভি. পি সুহেরের ( VP Suhair)৷ তাই মঙ্গলবার লাল হলুদে চুক্তি সারতে হাজির হচ্ছেন এই ফুটবলার।…

VP suhair may on the way to East Bengal

ইস্টবেঙ্গলের সাথে চুক্তি সম্পর্কে যাবতীয় কথা পাকা হয়ে গেছে ভি. পি সুহেরের ( VP Suhair)৷ তাই মঙ্গলবার লাল হলুদে চুক্তি সারতে হাজির হচ্ছেন এই ফুটবলার। কেরলের এই ফুটবলার ২০২০-২১ মরশুমে খেলেছিলেন ইস্টবেঙ্গলে। ৩৮ ম‍্যাচ খেলে করেছিলেন ৭ টি গোল ।এর আগে ২০১৭ – ১৮ মরশুমে সুহের ছিলেন ইস্টবেঙ্গলে৷ এছাড়া মোহনবাগানে (২০১৯-২০) ছিলেন তিনি।

আরও পড়ুন: Emami East Bengal : বাংলায় আমাদের জন্ম, বাংলার আবেগ আমরা বুঝি: আদিত্য আগরওয়াল

এদিকে,একাধিক বছরের জন্য অনিকেত যাদব’কে দলে নিয়েছে ইস্টবেঙ্গল,এমনটাই জানা যাচ্ছে। তবে তাকে পেতে ইস্টবেঙ্গল’কে প্রায় ১০ লাখ টাকা ট্রান্সফার ফি হিসেবে দিতে হচ্ছে তার প্রাক্তন ক্লাব হায়দ্রাবাদ এফসি’কে।

আরও পড়ুন: East Bengal : দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন জবি জাস্টিন

২০২৪ সাল অবধি হায়দ্রাবাদ এফসি’র সাথে চুক্তিবদ্ধ অনিকেত। ইমামি ইস্টবেঙ্গলের তরফে দায়িত্বে থাকা রিক্রুটাররা তার এই ট্রান্সফার ফি দিতে রাজী হয়েছে।এর পরপরই কলকাতায় হাজির হয়েছেন তিনি।

আরও পড়ুন: ঐতিহাসিক গুরুত্ব বিচারে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপির

মহারাষ্ট্রের এই ফুটবলার কোলহাপুরের এ আইএফএফের অ্যাকাডেমির ফুটবলার ছিলেন। পরবর্তী সময়ে খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোজ, চেন্নাই সিটিতে, তিন মাস ব্ল‍্যাকবার্ন রোভার্সের অ্যাকাডেমিতেও কাটিয়েছেন তিনি। গত মরশুমে হায়দ্রাবাদে খেলেছিলেন এই ফুটবলার। নতুন দলে তিনি কতটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেন, এখন সেটাই দেখার।