ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ২১ অগস্ট ম্যাচ। ডার্বি বাতিল হওয়ার পরেও চলতি ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে যেতে সমস্যা হয়নি লাল হলুদ ব্রিগেডের। ইস্টবেঙ্গলের সামনে এবার শিলং লাজং (Shillong Lajong Football Club)।
CFL 2024: ডো ডং-এর ফ্রি-কিক মনে করালেন পঙ্কজ
সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে মশালবাহিনীকে। ডুরান্ড কাপে সিনিয়র দলের ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছেন ইস্টবেঙ্গল এফসি দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রত। বিদেশি ফুটবলারদেরও মাঠে সময় দিচ্ছেন তিনি। চলতি মরসুমের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেছেন মাদিহ তালাল, সাউল ক্রেসপোরা।
খাতায়-কলমে ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই পিছিয়ে শিলং লাজং। প্রিয় দলের সহজ জয় আশা করছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। নিজেদের ঘরের মাঠে শিলং লাজং-ও সহজে জমি ছাড়বে না। যোগ্য দল হিসেবেই তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। চলতি ডুরান্ড কাপে এখনও পর্যন্ত একটিও ম্যাচে তারা হারেনি। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে এফসি হওয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল শিলং লাজং। তার আগে রাংদাজিয়াদের বিরুদ্ধে ২-০ গোলে জয়, নেপিয়ার আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে শিলং লাজং জিতেছিল ১-০ গোলে।
‘ধোনি তো আমার দাদা নয়…’, বিস্ফোরক মন্তব্য খলিল আহমেদের
ইস্টবেঙ্গল গ্ৰুপ পর্বের দু’টি ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল। তেমনই একটি করে মোট দু’টি গোল হজম করেছিল। ইস্টবেঙ্গলের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগাতে চাইবে শিলং লাজং। প্রতি আক্রমণে গিয়ে গোল তুলে নেওয়ার পরিকল্পনা বেছে নিতে পারে উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান ক্লাবটি।