কলকাতা: সোমবারের কলকাতা ফুটবল লিগে (CFL 2024) হয়েছে একাধিক অনবদ্য গোল। উপভোগ্য হয়ে রইল এরিয়ান বনাম মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) ম্যাচ। ফ্রি-কিক, দূরপাল্লার শটে গোল, হ্যাট্রটিকে, কিছুই বাদ যায়নি। মনোতোষ চাকলাদারের একটি গোল ও ইসরাফিল দেওয়ানের হ্যাটট্রিকের সৌজন্যে ৪-১ গোলে ম্যাচ জিতেছে মহামেডান স্পোর্টিং ক্লাব।
ইস্টবেঙ্গল সমর্থককে কাঁধে তোলা শিলাদিত্যকে হুমকি! জানুন সত্যিটা
এরিয়ানের পক্ষে গোল করেছেন পঙ্কজ রায়। ফ্রি-কিক থেকে হওয়া গোলটি এসেছিল তাঁর পা থেকে। পঙ্কজের গোলের সৌজন্যে ম্যাচে এগিয়ে গিয়েছিল এরিয়ান। বিরতির পর ম্যাচের রঙ বদলে দিয়েছিল সাদা কালো ব্রিগেড। ডি বক্সের অনেকটা বাইরে থেকে গোল করেছেন পঙ্কজ। এই গোল দেখে মুগধ হয়েছেন দর্শকরা। পঙ্কজের গোল কিছুক্ষণের জন্য মনে করিয়ে দিয়েছিল ডো ডং হিউনের কথা।
ইস্টবেঙ্গলের জার্সি ডো ডং-এর সেই ফ্রি-কিক ভোলার নয়। আসলে ডং যে স্পট থেকে ফ্রি কিক থেকে গোল করেছিলেন, প্রায় সেই একই স্পট থেকে গোল পেয়েছেন পঙ্কজ। প্রতিপক্ষের ডি বক্সের কিছুটা, ডান দিক ঘেঁষে। আরও একটা মিল রয়েছে দু’জনের ফ্রি কিক গোলের মধ্যে।
০ রানে আউট ১১ জন ক্রিকেটার! তবুও ভাঙল না রেকর্ড
ডং ও পঙ্কজ দু’জনেই গোলকিপারের লেফট সাইড পোস্টের দিক বল রেখেছিলেন। দুই ক্ষেত্রেই ফলাফল সমান। সেদিন শিল্টন পাল শরীর ছুঁড়ে দিয়ে বল আটকাতে পারেননি। এরিয়ানের পঙ্কজ রায়ের ফ্রি কিক শট রুখতে পারেননি মহমেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক শুভজিৎ।