কাকভোরে রাজ্যে অটো-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, মৃত কমপক্ষে ৭

বিজ্ঞাপন মঙ্গলবার সকাল সকাল দেশে বড় সড়ক দুর্ঘটনা ঘটে গেল। মৃত্যু হল বহু মানুষের। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সাতসকালে মধ্যপ্রদেশে বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। মধ্যপ্রদেশের…

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল সকাল দেশে বড় সড়ক দুর্ঘটনা ঘটে গেল। মৃত্যু হল বহু মানুষের। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সাতসকালে মধ্যপ্রদেশে বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছত্তরপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অটোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত ও ছয়জনের বেশি আহত হন।

জানা গিয়েছে, আসলে ছত্তরপুর রেল স্টেশন থেকে অটোতে করে বাগেশ্বর ধাম বেড়াতে যাচ্ছিলেন সকলে। কিন্তু কে ভাবতে পেরেছিল যে এই ভ্রমণ সকলের জীবনের শেষ ভ্রমণ হবে। দ্রুতগামী অটোর সঙ্গে ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল অনেকের। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ ঝাঁসি-খাজুরাহো মহাসড়কের ৩৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বিপুল সংখ্যক ভক্ত ছত্তরপুর স্টেশনে নেমে অটোতে বাগেশ্বর ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন।

   

ওভারলোডিং-এর কারণে আরও এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। যাত্রীবাহী অটোটি দরীর কাছে পৌঁছালে মহাসড়কে ট্রাক নম্বর পিবি ১৩ বিবি ৬৪৭৯ এর সাথে ইউপি ৯৫ এ ২৪২১ সেটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছেন। এদিকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের তৎক্ষণাৎ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অটোতে ১২ থেকে ১৫ জন যাত্রী ছিলেন। বাগেশ্বর ধাম থেকে যাওয়া-আসার সময় গত কয়েক মাসে অনেক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। অটোতে ওভারলোড রাইড করে মানুষকে জীবন দিয়ে তার মূল্য চোকাতে হচ্ছে।