‘ধোনি তো আমার দাদা নয়…’, বিস্ফোরক মন্তব্য খলিল আহমেদের

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। গোটা দেশেই তাঁর যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে। বহু তরুণ ক্রিকেটারই ধোনিকে বড় ভাই…

MS Dhoni

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। গোটা দেশেই তাঁর যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে। বহু তরুণ ক্রিকেটারই ধোনিকে বড় ভাই তথা পথপ্রদর্শক হিসেবে মনে করেন। অনেকে তো আবার বিভিন্ন জায়গায় ধোনির সঙ্গে তাঁদের সম্পর্কের কথাও উল্লেখ করেন। প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপ খেতাব জয় করেছে। সম্প্রতি টিম ইন্ডিয়ার এই তারকা অধিনায়ক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি খলিল আহমেদ।

কী বললেন খলিল আহমেদ?
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন খলিল আহমেদ। সেখানেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। খলিল আহমেদ স্পষ্ট জানিয়ে দেন যে ধোনির সঙ্গে তাঁর যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। তবে মাহিকে তিনি নিজের বন্ধু কিংবা দাদা হিসেবে মনে করেন না। বরং, মহেন্দ্র সিং ধোনিকে তিনি নিজের গুরু বলেই মনে করেন। পাশাপাশি এই ইন্টারভিউয়ে তিনি ধোনির সঙ্গে বেশ কয়েকটি স্মরণীয় মুহূর্তের কথাও উল্লেখ করেন।

   

প্রথম ওভারটা ছিল স্মরণীয়
খলিল আহমেদ বললেন যে ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন যে টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ওভারে তিনি বল করতে আসবেন। কারণ, জাহির খানকে দেখে তিনি যথেষ্ট অনুপ্রাণিত হয়েছিলেন। ২০১৮ সালের এশিয়া কাপে ধোনি যখন তাঁকে প্রথম ওভারে বল করতে বলেন, তখন দ্রুত তিনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নেন। তাঁর মনে হয়েছিল, বিন্দুমাত্র সময় নষ্ট করলেই ধোনি হয়ত নিজের চিন্তাভাবনা বদলে ফেলতে পারেন। এভাবেই মাহি তাঁর স্বপ্ন সফল করেছিলেন।

এই মুহূর্তটা কোনওদিন ভুলবেন না খলিল
একবার খলিল আহমেদকে ফুল দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কথায় কথায় সেই প্রসঙ্গও উত্থাপন করেন আকাশ চোপড়া। জবাবে খলিল আহমেদ খানিক হাসতে হাসতেই বললেন, ‘এই ছবিটা নিউজিল্যান্ড সফরের। এই সফরে মাহি ভাইকে তাঁর কোনও সমর্থক ফুল দিয়েছিলেন। সেটা ধোনি আমাকে উপহার দেন। এটা এমন একটা মুহূর্ত ছিল যে আমি সারাজীবন ভুলতে পারব না।’ সোশ্যাল মিডিয়াতেও এই ছবিটা রীতিমতো ভাইরাল হয়েছিল।

একনজরে খলিল আহমেদের কেরিয়ার
টিম ইন্ডিয়ার হয়ে খলিল আহমেদ এখনও পর্যন্ত ১১টি ওয়ানডে ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ওয়ানডে ম্য়াচে খলিল আহমেদ ১৫টি উইকেট এবং টি-২০ ম্যাচে ১৬টি উইকেট শিকার করেছেন। ২০১৮ সালে হংকংয়ের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেন খলিল আহমেদ।