পুজোর আগেই বড় উপহার, মালামাল হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা

পুজোর বাকি আর মাত্র ৫০ দিন। তার আগেই কেন্দ্রীয সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করছে অত্যন্ত সুখবর৷ হতে পারে বিরাট অঙ্কের লক্ষ্মীলাভ। আগামী সেপ্টেম্বরেই সেই বড়সড়…

3 percent da hike for central government mployees and pensioners will announce next september , কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা সম্ভবত আগামী সেপ্টেম্বরেই

পুজোর বাকি আর মাত্র ৫০ দিন। তার আগেই কেন্দ্রীয সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করছে অত্যন্ত সুখবর৷ হতে পারে বিরাট অঙ্কের লক্ষ্মীলাভ। আগামী সেপ্টেম্বরেই সেই বড়সড় ঘোষণা হয়ে যেতে পারে বলে অর্থমন্ত্রক সূত্রে খবর৷ সেপ্টেম্বরেই ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য৷ উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষবার ডিএ বাড়িয়েছিল নরেন্দ্র মোদী সরকার।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পান। অবসরপ্রাপ্ত কর্মীরা পাচ্ছেন ৫৩ শতাংশ হারে ডিআর৷ আগামী সেপ্টেম্বরে ফের পেনশন বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ ও পেনশনভোগীরা ৫৬ শতাংশ হারে ডিআর পাবেন।

   

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৮ মাসে ডিএ এরিয়ার পাবেন না বলে আগেই সাফ জানিয়েছিল কেন্দ্র৷ এই নিয়ে সংসদে বাদল অধিবেশনে প্রশ্ন করা হলে, করোনা সংক্রমণের সময়ে ১৮ মাসের ডিএ এরিয়ার সংক্রান্ত বড়সড় তথ্য মেলে। অর্থমন্ত্রেকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার কোভিডকালে ১৮ মাসের ডিএ এরিয়ার দেওয়ার কথা ভাবছে না। কারণ, সেই সময়ে অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ ছিল। ফলে সেই টাকা এখন দেওয়া সম্ভব নয়।

BSA Goldstar 650: 6টি দুর্ধর্ষ রঙে কেনা যাবে সদ্য লঞ্চ হওয়া এই মডার্ন-রেট্রো বাইক

মন্ত্রীর মতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ১ জানুয়ারি সময়কালে করোনা মহামারির কারণে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের তিনবার ডিএ, ডিআর বৃদ্ধি হয়নি।

১৮ মাসের ডিএ এরিয়ার মিলবে না। পাশাপাশি, অষ্টম বেতন কমিশন নিয়েও এই মুহূর্তে কোনও খবর নেই ৷

তবে সামনেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। ৩ শতাংশ হারে হতে পারে এই বৃদ্ধি। যা কার্যকর হতে পারে চলতি বছরের ১ জুলাই থেকেই। তবে এই নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

সাধারণত, ডিএ-র অঙ্ক ৫০ শতাংশ হয়ে গেলেই তা বেসিক পে-র সঙ্গে যুক্ত করে দেয় কেন্দ্র। কিন্তু, গত ফেব্রুয়ারিতে ডিএ বৃদ্ধির পর তা করেনি কেন্দ্র। সূত্রের খবর, অষ্টম পে কমিশন কার্যকর না হওয়া পর্যন্ত বেসিক পে-র সঙ্গে ডিএ সংযুক্ত করবে না মোদী সরকার।