চোট সামলে পূর্ণ শক্তির দল নামাবে East Bengal FC?

মরশুমের শুরু থেকে ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) ফর্ম যেমন ইতিবাচক, তেমনই চোট হয়ে উঠেছিল চিন্তার কারণ। এখনও পর্যন্ত ডুরান্ড কাপে (Durand Cup 2024) পূর্ণ…

East Bengal FC Durand Cup 2024

মরশুমের শুরু থেকে ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) ফর্ম যেমন ইতিবাচক, তেমনই চোট হয়ে উঠেছিল চিন্তার কারণ। এখনও পর্যন্ত ডুরান্ড কাপে (Durand Cup 2024) পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারেননি কোচ কার্লেস কুয়াদ্রত।

   

ইস্টবেঙ্গলের রক্ষণভাগে ফাটল ধরাতে চাইবে লাজং

১৮ অগস্টের ডার্বিতে তারকাখচিত একাদশ দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল। ম্যাচ বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে সেই সম্ভাবনাও বৃষ্টির জলে ধুয়ে গিয়েছিল সে’দিন। কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ শিলং লাজং। লাজংয়ের ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। খাতায় কলমে লাল হলুদ ব্রিগেডের তুলনায় অনেকটাই পিছিয়ে শিলং লাজং। ইস্টবেঙ্গল যে ডুরান্ড কাপ জিততে মরিয়া সেটা তাদের পারফরম্যান্স থেকে স্পষ্ট।

লাজং ম্যাচের আগে হাতে অনেকটা সময় পেয়েছেন কার্লেস কুয়াদ্রত। লাল হলুদ শিবিরে নতুন করে চোট সমস্যার কথা শোনা যায়নি। যারা চোট কিংবা ফিটনেস সমস্যার মধ্যে ছিলেন সেই ফুটবলাররাও এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বলে আশা করা যায়। দিমিত্রিয়স দিয়ামান্তিকস চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন। রিজার্ভ দল থেকে সিনিয়র দযে উঠে আসা একাধিক ফুটবলারাও ছিলেন চোটের কবলে।

CFL 2024: ডো ডং-এর ফ্রি-কিক মনে করালেন পঙ্কজ

ম্যাচের আগে ক্লেইটন সিলভাও চনমনে বলে জানা গিয়েছে। এমন পরিস্থিতি তুলনামূল দুর্বল প্রতিপক্ষ শিলং লাজংয়ের বিরুদ্ধে কুয়াদ্রত পূর্ণ শক্তির দল মাঠে নামান কি না এখন সেটাই দেখার বিষয়।