এবার পাকিস্তানের বিক্ষোভে উঠল বাংলাদেশের নাম

এবার পাকিস্তানের বিক্ষোভে উঠল বাংলাদেশের নাম। বিগত ৩৮০-রও বেশি দিন ধরে জেলে বন্দি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে দফায়…

এবার পাকিস্তানের বিক্ষোভে উঠল বাংলাদেশের নাম। বিগত ৩৮০-রও বেশি দিন ধরে জেলে বন্দি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে সেই দেশ। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ।

এদিকে এই বিক্ষোভের মাঝেই পাকিস্তানে বাংলাদেশের প্রসঙ্গও টানা হয়েছে। বাংলাদেশের প্রস্নগ টেনে এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। শেখ হাসিনার ছবি দিয়ে একটি পোস্টে লেখা রয়েছে, ‘বাংলাদেশে কখন কী ঘটেছিল? ১ জুলাই কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৬ জুলাই ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ তীব্রতর হয়। ১৮ জুলাই সরকার আতঙ্কিত হয়ে ইন্টারনেট বন্ধ করে দেয় কিন্তু আন্দোলন থামেনি। এগুলোর সঙ্গে আপনি যদি পাকিস্তানের পরিস্থিতির কোনো মিল দেখতে পান, তবে তা কাকতালীয় নয়, বা পাকিস্তানে ঠিক একই পরিস্থিতি তৈরি হতে খুব বেশি সময় বাকি নেই।’

   

অন্যদিকে আরেক পোস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন এবং সে সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন ইমরান খান। অন্তত তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডেল থেকে সমর্থন করা হয়েছে। এক পোস্টে লেখা রয়েছে, ‘বাঙালি জনগণ তাদের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ ও দৃঢ়সংকল্পের মাধ্যমে যেভাবে নিপীড়নমূলক ব্যবস্থা থেকে নিজেদের মুক্ত করেছে, তা প্রশংসনীয়। গোটা আন্দোলনের মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে অরাজনৈতিক থেকে পরিস্থিতি সামাল দিয়েছেন, তারও প্রশংসা করা উচিত।’

দুর্নীতি থেকে শুরু করে হিংসায় উসকানি দেওয়াসহ নানা অভিযোগে গত বছরের আগস্টে ইমরান খানকে কারাদণ্ড দেওয়া হয়। এক বছরেরও বেশি সময় ধরে তিনি জেলে বন্দী। এক রিপোর্ট অনুযায়ী, ইমরান এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে বলেছেন, তাকে ক্ষমতা থেকে দূরে রাখতেই এসব অভিযোগ করা হয়েছে।