Justice For Bijoya: আরজি কর মামলায় আজ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়েছে। যেখানে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচার কি পাবেন কলকাতার ‘বিজয়া’? সেই নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে এই ঘটনায় রাজ্যের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত। ‘সৎকারের ৩ ঘন্টা পর এফআইআর কেন? কী করছিল হাসপাতাল কর্তৃপক্ষ?’ পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
এই ঘটনায় সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল এই বিষয়টি অস্বীকার করেছেন এবং বলেছেন যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে যে গভীর রাত অবধি কোনও এফআইআর নেই যে এটি হত্যার স্পষ্ট মামলা। সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল জবাব দেন যে তদন্তে দেখা যায় যে এটি হত্যার মামলা ছিল। এদিকে এই ঘটনায় এবার জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যা? সেই নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের পাশাপাশি টাস্কফোর্স-ও সমানভাবে তদন্ত চালিয়ে যাবে। দেশজুড়ে ‘বিজয়া’ মামলায় অবস্থান বিক্ষোভ চলছে। বাংলা সহ দেশের নানা জায়গায় চলছে এই বিক্ষোভ। এহেন অবস্থা বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বলা হল, ‘আন্দোলনকারীদের ওপর শক্তি প্রদর্শন করবেন না।’
যাইহোক এই মামলায় পরবর্তী শুনানি বৃহস্পতিবার। তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশজুড়ে এখন একটাই স্লোগান, ‘নির্ভয়া’, ‘বিজয়া’র- বিচার চাই।
Solicitor General Tushar Mehta says not to trivialize the issue and says we are dealing with a young doctor’s rape by a sexual pervert who also had an animal-like instinct. West Bengal has an incharge DGP and urges to let someone else be incharge but not this person”
— ANI (@ANI) August 20, 2024
Supreme Court raises questions on the registration of the FIR and says it appears the crime was detected in the early hours of the morning and no FIR was filed.
Senior Advocate Kapil Sibal denies the fact and says that an unnatural death case was registered.
SC says until…
— ANI (@ANI) August 20, 2024