মেলবোর্নে শেন ওয়ার্ন’কে শেষ বিদায় জানালো তাঁর পরিবার এবং বন্ধু বান্ধব

রোববার মেলবোর্নে শেন ওয়ার্নের (Shane Warne) ব‌্যাক্তিগত আন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হলো পরিবার,প্রাক্তন সতীর্থ এবং একাধিক আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের মাঝে।এমাসে শুরু’র দিকে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র…

Fans are bringing wine-meat-cigarettes to pay their last respects to Shane Warne

রোববার মেলবোর্নে শেন ওয়ার্নের (Shane Warne) ব‌্যাক্তিগত আন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হলো পরিবার,প্রাক্তন সতীর্থ এবং একাধিক আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের মাঝে।এমাসে শুরু’র দিকে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে সকলকে অবাক করে পরলোক গমণ করেছেন ওয়ার্ন।

Advertisements

আইসিসির তরফে প্রকাশ‍্যে আসা বিবৃতি অনুযায়ী এমাসের শেষের দিকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের তরফে বিশেষ শ্রদ্ধা জানানো হবে, তবে এদিন ওয়ার্নের পরিবার, বন্ধু বান্ধব, প্রাক্তন ক্রিকেটার মিলে প্রায় ৮০ জন হাজির ছিলেন কিংবদন্তি স্পিনারের শেষ যাত্রায়।

   

উপস্থিত ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন,প্রাক্তন অস্ট্রেলিয়ার তারকা গ্লেন ম‍্যাকগ্রাথ,মার্ভ হিউজ,ইয়ান হিলি,মার্ক ওয়া’র মতো শেনের প্রাক্তন সব তারকা জাতীয় দলের সতীর্থ’রা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক প্রাক্তন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক , যেমন – অ্যালান বর্ডার,মার্ক টেলর এবং মাইকেল ক্লার্ক।

কেরিয়ারের দীর্ঘ ১৫ বছর মের্লবোন ক্রিকেট গ্রাউন্ড সাক্ষী থেকেছে ওয়ার্নের কেরিয়ারের একাধিক ব‍র্ণময় মুহুর্তের।সেখানেই এই কিংবদন্তি অজি স্পিনার’কে সন্মান জানানো হবে আগামী ৩০ শে মার্চ এক বৃহৎ জনসমাগমের মাঝে।

এই মের্লবোনের মাঠেই ২০০৬ সালে বক্সিং ডে টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট কেরিয়ারের ৭০০ তম উইকেট’টি তুলে নিয়েছিলেন এই কিংবদন্তি স্পিনার।এই ঐতিহ্যবাহী গ্রাউন্ডে তাঁর সংগ্রহের টেস্ট উইকেটের সংখ্যা ৫৬ টি।