এযুগের অবিসংবাদিত সেরা স্পিন বিস্ময় তিনি| ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ‘রহস্যমানব’ হিসেবে অভিহিত করা হয় তাঁকে| তবে চেন্নাইয়ের ভারত-বাংলাদেশ সিরিজে (IND vs BAN) বলের পাশাপাশি ব্যাট হাতেও তিনি তাঁর অলরাউন্ডার সত্ত্বাকে প্রায় চূড়ায় নিয়ে গেছেন চেন্নাইয়ে| এছাড়াও চিপকে অশ্বিন তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ভারতকে কেবল জয়ের দিকেই নিয়ে যাননি, রেকর্ড বইয়ের অনেক পৃষ্ঠাও বদলে দিয়েছেন| এই মুহূর্তে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় কোর্টনি ওয়ালশকে (519) পেছনে ফেলে এগিয়ে যাওয়াই হোক; আট নম্বরে সবচেয়ে বেশি সংখ্যক টেস্ট স্কোর করা হোক-বা আট নম্বরে সবচেয়ে বেশি সংখ্যক টেস্ট স্কোর করা হোক -সব কিছুইতেই রেকর্ডবুকে নাম তুলেছেন ভারতের এই কালজয়ী স্পিনার। তবে অশ্বিনের এই রেকর্ড এখানেই শেষ নয়। কানপুরেও পছন্দের তারকার কাছ থেকে আরও বেশি করে প্রত্যাশা রয়েছে ভারতীয় সমর্থকদের। ২৭ সেপ্টেম্বর কানপুরে ভারত-বাংলাদেশের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। অশ্বিনের পাশাপাশি এই ম্যাচে বড় রেকর্ড গড়তে পারেন রবীন্দ্র জাদেজাও।
টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে এখনও পর্যন্ত ৯৯ টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কানপুরে এক উইকেট নিলেই চতুর্থ ইনিংসে ১০০ উইকেট হয়ে যাবে তাঁর । এখন পর্যন্ত কোনো ভারতীয় বোলার এই কৃতিত্ব অর্জন করতে পারেনি। প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়বেন অশ্বিন। এখন পর্যন্ত বিশ্বের ৫ বোলার চতুর্থ ইনিংসে ১০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। ১৩৮ উইকেট নিয়ে এই তালিকায় এক নম্বরে রয়েছেন শেন ওয়ার্ন। ওয়ার্ন ছাড়াও নাথান লায়ন, রঙ্গনা হেরাথ, মুথাইয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রাও চতুর্থ ইনিংসে ১০০ টির বেশি উইকেট নিয়েছেন। এছাড়াও অশ্বিন কানপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয়ও হতে পারেন। বর্তমানে এই রেকর্ডটি সাবেক ভারতীয় পেসার জাহির খানের দখলে। বাংলাদেশের বিপক্ষে ৩১ উইকেট নিয়েছেন জাহির খান। কানপুরে ৩ উইকেট নিলেই জাহির খানকে ছাড়িয়ে যাবেন তামিলনাড়ুর স্পিনার।
India vs Bangladesh: 5 records Ravichandran Ashwin could break in Test series#Ashwin #INDvsBAN https://t.co/i1k06rN4bX pic.twitter.com/ehyXkPnnKj
— CricketNDTV (@CricketNDTV) September 16, 2024
এছাড়াও অশ্বিন কানপুর টেস্টের সময় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 এ সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারেন। বর্তমানে এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। চ্যাম্পিয়নশিপের্ 2023-25 মরশুমে হ্যাজেলউড ৫২টি উইকেট নিয়েছেন। কানপুরে ৪ উইকেট নিলেই হ্যাজলউডকে ছাড়িয়ে যাবেন অশ্বিন। স্পিনারদের মধ্যে নাথান লায়ন (১৮৭) এই মরশুমে সামগ্রিকভাবে সর্বোচ্চ উইকেট পেয়েছেন। কানপুরে অশ্বিন (১৮০) ৮ উইকেট নিলে তিনি লায়নকে পিছনে ফেলে দেবেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার নিরিখে শেন ওয়ার্নের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। তামিলনাড়ুর অফ স্পিনার কানপুরে এক ইনিংসে ৫ উইকেট নিলে শেন ওয়ার্নকে ছাড়িয়ে যাবেন। এছাড়াও বর্তমানে এই রেকর্ডটি সাবেক লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনের দখলেও রয়েছে। এছাড়াও বর্তমানে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রেও অজি স্পিনার নাথান লায়নকে টপকে যেতে পারেন ভারতীয় স্পিনার। বর্তমানে টেস্ট ক্রিকেটে অশ্বিনের নামে ৫২২টি উইকেট রয়েছে। নাথান লায়ন নিয়েছেন ৫৩০ টি উইকেট। নাথান লায়নকে ছাড়িয়ে যেতে এই টেস্টে অশ্বিনের প্রয়োজন ৯ টি উইকেট।
অশ্বিনের পাশপাশি রেকর্ড গড়তে পিছিয়ে নেই তার ‘পার্টনার’ জাদেজাও। বর্তমানে জাড্ডু টেস্ট ম্যাচে ২৯৯টি উইকেট নিয়েছেন। কানপুরে (IND vs BAN) এক উইকেট পেলেই তার ৩০০ উইকেট পূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, এক উইকেট নেওয়ার মাধ্যমে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে জাদেজা ১১ তম অলরাউন্ডার হিসেবে ৩০০ উইকেট এবং ৩০০০ রান পূর্ণ করবেন। ভারতীয় অলরাউন্ডারদের মধ্যে, জাদেজা ছাড়া শুধুমাত্র কপিল দেব এবং রবিচন্দ্রন অশ্বিন এই তালিকায় রয়েছেন।