ভোট লুঠ না হলে উপনির্বাচনে জিতবে BJP, অদৃশ্য গোয়েন্দা কর্তা বললেন প্রাক্তন সাংসদকে

মাস ঘুরলেই অনুষ্ঠিত হবে উপনির্বাচন। একটি লোকসভা কেন্দ্র এবং একটি বিধানসভা কেন্দ্রে হবে সেই নির্বাচন। সুস্থ উপায়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে জনতার রায় যাবে বিজেপির…

মাস ঘুরলেই অনুষ্ঠিত হবে উপনির্বাচন। একটি লোকসভা কেন্দ্র এবং একটি বিধানসভা কেন্দ্রে হবে সেই নির্বাচন। সুস্থ উপায়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে জনতার রায় যাবে বিজেপির পক্ষে। আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপির জয় নিশ্চিত। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটিও পদ্ম শিবিরের পক্ষে দখল করা অসম্ভব হবে না। এমনই দাবি করেছেন রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক।

ওই গোয়েন্দার বক্তব্য ফাঁস করেছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। তিনি দাবি করেছেন যে রবিবার সকালেই রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন গোয়েন্দা বিভাগের ওই আধিকারিকের সঙ্গে তাঁর কথা হয়েছে। যদিও আধিকারিকের নাম উল্লেখ করেননি অনুপম।

ওই আধিকারিক নাকি সাংসদকে জানিয়েছেন যদি ভোট লুট না হয় অর্থাৎ মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে নিশ্চিতভাবে আসানসোল আসনটি বিজেপি জিতছে। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়র পূর্বতন কীর্তির কারণে ওই আসনে পরাস্ত হতে পারে ঘাস ফুল।

এই সমগ্র বিষয়টি নিজের ফেসবুকের দেওয়ালে তুলে ধরেছেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। তিনি লিখেছেন-

আজ সকালে কিছুক্ষণ আগে West Bengal IB Department অর্থাৎ যে Department টি সম্পূর্ণভাবে রাজ্যের শাসকদলের নিয়ন্ত্রণে, সেই Department’এর one of the Senior most Officer’এর সঙ্গে কথা হচ্ছিল। আধিকারিক’এর নাম উল্লেখ করছি না, কারন নাম বললে হয়তো পরের দিন তাঁর transfer হয়ে যেতে পারে অন্য Department’এ…বা হয়তো তাঁর চাকরিটাও চলে যেতে পারে “তাঁর অনুপ্রেরণায়”… …তো সেই সিনিয়র অফিসারের report বা prediction অনুযায়ী – যদি ভোট লুট না হয় অর্থাৎ মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে… …তাহলে, নিশ্চিতভাবে আসানসোল seat বিজেপি জিতছে কারণ, আসানসোলের মানুষের তথা আসানসোলের আদি এবং স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের – already তিনবার দল change করা কোন “বহিরাগত” plus “বিহারী” প্রার্থী’কে মন থেকে মেনে নেওয়ার সম্ভাবনা খুবই কম… …এবং বালিগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ বালিগঞ্জে যে বিশেষ সম্প্রদায়ের উপর ভর করে তৃণমূল বালিগঞ্জ seat জেতার স্বপ্ন দেখছে, সেই বিশেষ সম্প্রদায় এবং বালিগঞ্জের তৃণমূল সমর্থকরা “Mr. এই তৃণমূল আর না” কে যোগ্য প্রার্থী হিসেবে মেনে নিতে পারছে না; এক সময় উগ্র হিন্দুত্ববাদী সেজে মুসলমান সম্প্রদায় কে গালিগালাজ করা মানুষটি’র হঠাৎ করে ফেজ টুপি পড়ে বালিগঞ্জের মুসলিম সম্প্রদায়কে টুপি পরানোর প্রচেষ্টা’কে মুসলিম সম্প্রদায়ের লোকজন মোটেও ভালোভাবে গ্রহণ করে নি !!! তাই সকলকে অনুরোধ, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, আসানসোল এবং বালিগঞ্জ থেকে যথাক্রমে শ্রীমতি অগ্নিমিত্রা পাল এবং শ্রীমতি কেয়া ঘোষ কে জয়যুক্ত করুন !!!