Sikkim: পাঁচ দিনে ঘুরে দেখুন সিকিম সুন্দরী

অনন্য সৌন্দর্যের আধার ভারতের পর্যটন রাজ্য সিকিম (Sikkim)। স্বপ্নের দেশের মতো সুন্দর এ রাজ্য ঘুরে দেখতে হাজার হাজার পর্যটক হানা দেয় এখানে। সাড়ি সাড়ি পাহাড়,পাহাড়ের…

sikkim

অনন্য সৌন্দর্যের আধার ভারতের পর্যটন রাজ্য সিকিম (Sikkim)। স্বপ্নের দেশের মতো সুন্দর এ রাজ্য ঘুরে দেখতে হাজার হাজার পর্যটক হানা দেয় এখানে। সাড়ি সাড়ি পাহাড়,পাহাড়ের খাঁজে খাঁজে হ্রদ-জলপ্রপাত সব মিলিয়েই যেন অনিন্দ্যসুন্দর রূপ ধারণ করেছে সিকিম। এই উত্তর -পূর্বের রাজ্যে এত দর্শনীয় স্থান আছে যে একবারে ঘুরলে কখনোই মন খুশী হবে না,তবু আপনার যদি সিকিম ঘোরার প্ল্যান দীর্ঘদিন ধরেই থাকে, তাহলে আপনি পাঁচ দিনের জন্য একবার সিকিমে ঢুঁ মেরে আসতেই পারেন।

প্রথম দিন : সিকিমে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমেই পাড়ি দিতে হবে গ্যাংটকের দিকে।গ্যাংটকে পৌঁছতে গেলে আপনাকে সবার আগে নামতে হবে বাগডোগরা বিমানবন্দরে। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্যাংটক যেতে গেলে আগেভাগে ট্যাক্সি বুক করাই বুদ্ধিমানের কাজ।বিমানবন্দর থেকে গ্যাংটক পর্যন্ত রাস্তা বেশ ভালো।তারপর, গ্যাংটক পৌঁছানোর পর, আপনি আপনার বাজেট অনুযায়ী হোটেল পছন্দ করতে পারেন।

sikkim

দ্বিতীয় দিন : বেশ বড় শহর গ্যাংটক। গ্যাংটক ঘুরে দেখার সঙ্গে সঙ্গে আপনি চেখে দেখতে পারেন ওখানকার মোমো, থুপকা। বিভিন্ন এলাকায় বৌদ্ধ মঠ ঘুরে দেখার পাশাপাশি আপনি বেশ কিছুটা সময় বের করে তিব্বতবিজ্ঞান যাদুঘরে যেতে পারেন।এমনকি আপনি চাইলেই একটি দিনের জন্য গাড়ি ভাড়া করে বেরিয়ে আসতে পারেন তাশি ভিউ পয়েন্ট, সামগো লেক এবং অন্যান্য সুপরিচিত জায়গাগুলো থেকে।

তৃতীয় দিন : লাচেনে পৌঁছতে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগবে। সিকিম বেড়াতে গেলে আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে লাচেন। লাচেন ২৭৫০ মিটার উচ্চতায় অবস্থিত। লাচেন যাওয়ার পথেই সেভেন সিস্টার্স জলপ্রপাত, সিংহিক এবং চুংথাং এইসব জায়গাগুলো আপনাকে দেখে নিতে হবে।তারপর, লাচেনে পৌঁছানোর পর, আপনি আপনার হোটেলে চেক ইন করে কিছুটা বিশ্রাম নিয়ে আবার বেরু বেরু করতে যেতে পারেন।

sikkim

চতুর্থ দিন : এরপর আপনি এগিয়ে যেতে পারেন গুরুডংমার লেকের দিকে। কমপক্ষে তিনঘন্টা সময় আপনাকে হাতে রাখতে হবে।যেহেতু এই হ্রদটি বিশ্বের সর্বোচ্চ হ্রদগুলির মধ্যে একটি, তাই আপনার অনেক উচ্চতার জন্য শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।তারপর আবার হোটেলে ফিরে করে আপনি লাচেন মনেস্ট্রি দেখতে যেতে পারেন।এরপর হোটেল থেকে বেরিয়ে আপনার গন্তব্য হবে লাচুং।বলা বাহুল্য, লাচুং হল উত্তর সিকিমের আরেকটি দুর্দান্ত শহর। রাতটুকু এখানে থাকুন আর সন্ধ্যেটা এক্কেবারে আপনার মনের মতো করে কাটান।

পঞ্চম দিন : শেষ দিনটা তুলে রাখুন ইয়াংথাম ভ্যালির জন্য।ফুলের উপত্যকা হিসাবে সুপরিচিত এই জায়গাটিতে আপনি প্রায় এক ঘন্টার মধ্যে লাচুং থেকে পৌঁছে যাবেন। মাত্রাতিরিক্ত বরফে ঢেকে যাওয়ার জন্য ইয়াংথামে রডোডেনড্রন দেখতে না আসাই ভালো। এবার গ্যাংটকে ফেরার পালা।

ষষ্ঠ দিন : শেষদিন সকালের ব্রেকফাস্ট করার পরে, হোটেল থেকে চেক আউট করুন। এখন, যদি আপনার হাতে সময় থাকে, আপনি বিমানবন্দরের দিকে যাওয়ার আগে কিছু কাছাকাছি জায়গা ঘুরে দেখতে পারেন। অথবা আপনি সরাসরি বিমানবন্দরের পথে রওনা দিতে পারেন। সব মিলিয়ে, পাঁচ দিনের সিকিম ভ্রমন যে আপনার মনে দাগ কেটে যাবে একথা বলাই বাহুল্য।